কবে শীত আসবে বাংলায়? জবাব হাওয়া অফিসের

কলকাতা: সকালের দিকে হালকা ঠান্ডা৷ বেড়া গড়ালে খানিকটা অস্বস্তি৷ এভাবেই কাটবে আগামী সপ্তাহ৷ এমন জানাল আলিপুর আবহাওয়া দপ্তর৷ কারণ এখনই শীতের আগমনের কোনও সম্ভাবনা নেই৷ কলকাতায় হওয়া অফিসের ডিটেক্টর জিকে দাস জানিয়েছেন, আবহাওয়া এখন মোটামুটি শুষ্ক থাকবে৷ তাপমাত্রা আরামদায়ক থাকবে৷ সকালের দিকে ২৫ ডিগ্রির কাছাকাছি এবং বেলা করালে ৩০ থেকে ৩১ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা

কবে শীত আসবে বাংলায়? জবাব হাওয়া অফিসের

কলকাতা: সকালের দিকে হালকা ঠান্ডা৷ বেড়া গড়ালে খানিকটা অস্বস্তি৷ এভাবেই কাটবে আগামী সপ্তাহ৷ এমন জানাল আলিপুর আবহাওয়া দপ্তর৷

কারণ এখনই শীতের আগমনের কোনও সম্ভাবনা নেই৷ কলকাতায় হওয়া অফিসের ডিটেক্টর জিকে দাস জানিয়েছেন, আবহাওয়া এখন মোটামুটি শুষ্ক থাকবে৷ তাপমাত্রা আরামদায়ক থাকবে৷ সকালের দিকে ২৫ ডিগ্রির কাছাকাছি এবং বেলা করালে ৩০ থেকে ৩১ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে৷

শীতের আগমন নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে ডিটেক্টর জানিয়েছেন, শীতের মাস সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারি৷ কিন্তু অনেক জায়গাতেই দেখা যাচ্ছে ডিসেম্বরের ঢুকে পড়েছে শীত৷ পশ্চিমবঙ্গের জেলাগুলি যেমন পুরুলিয়া বাঁকুড়ায় নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে বেশ ভালো ঠান্ডা পড়ে যায়৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তা চলে যায় একেবারে পুরোমাত্রায়৷ আতাত ১৫ ডিসেম্বরের আগে শীত পড়বে না শহরে৷ তাপমাত্রা ১৫ ডিগ্রির কম না হলে সেটিকে শীত বলে ধরা হয় না৷

সকালের দিকে ঠান্ডা কিছুটা বোঝা যাচ্ছে৷ তবে বেলা বাড়াতে তাপমাত্রা একেবারে৷ শীত আসার কোনও সঠিক সময় হয় না৷ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ঢোকে শীত৷ উদাহরণ হিসেবে বলা যেতে পারে, দিল্লিতে শীত ঢোকে নভেম্বরের শেষদিকে৷ কলকাতায় ডিসেম্বরে৷ কাশ্মীরে সারা বছর শীত থাকে৷ দক্ষিণের দিকে থাকে না৷ তবে হালকা শীতের আমেজের আপাতত চলবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 6 =