কবে হবে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং? জবাব চাইতে আচার্য সদন অভিযানের ডাক

কলকাতা: কমিশনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে ফের আন্দোলনে নামছেন SSC চাকরিপ্রার্থীদের একাংশ৷ শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আগামী সপ্তাহে আচার্য সদন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে৷ চাকরি সংক্রান্ত সমস্ত খবর জানতে ক্লিক করুন এখানে এসএসসি সমস্ত waiting চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি ইন্দ্রজ্যোতি হাজরা জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর তিন দফা দাবির আদায়ে আচার্য সদন ঘেরাও ও বিক্ষোভ দেখাবেন

কবে হবে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং? জবাব চাইতে আচার্য সদন অভিযানের ডাক

কলকাতা: কমিশনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে ফের আন্দোলনে নামছেন SSC চাকরিপ্রার্থীদের একাংশ৷ শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আগামী সপ্তাহে আচার্য সদন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে৷

চাকরি সংক্রান্ত সমস্ত খবর জানতে ক্লিক করুন এখানে



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এসএসসি সমস্ত waiting চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি ইন্দ্রজ্যোতি হাজরা জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর তিন দফা দাবির আদায়ে আচার্য সদন ঘেরাও ও বিক্ষোভ দেখাবেন তাঁরা৷ লাগাতার বিক্ষোভ ও ধর্নার মাধ্যমে ওন-স্পট ‘অপেক্ষা’য় থাকা চাকরি প্রার্থীদের কাউন্সেলিংয়ের নোটিস আদায় করে আনা হবে বলেও জানা গিয়েছে৷

শিক্ষা সংক্রান্ত সমস্ত খবর জানতে ক্লিক করুন এখানে

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”65″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_6520181205024649″);
document.getElementById(“div_6520181205024649”).appendChild(scpt);

জানা গিয়েছে, মূলত তিন দফা দাবিতে আচার্য সদন ঘেরাও করে বিক্ষোভ দেখানোর কৌশল নিয়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের মঞ্চের তরফে জানানো হয়েছে, প্রথমত, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে তৃতীয় কাউন্সেলিং ও নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের ওয়েটিংদের অবিলম্বে কাউন্সেনিংয়ের দিনক্ষণ ঘোষণার দাবি তুলবেন৷ দ্বিতীয়ত, চলতি মাসের মধ্যে নবম-দ্বাদশ শ্রেণিতে সম্পূর্ণ নিয়োগের দাবিও তাঁরা জানাবেন৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 5 =