কলকাতা: হাঁসফাঁস গরম থেকে এখনই মুক্তি নেই। উলটে সপ্তাহ শেষে আরও বাড়তে পারে তাপমাত্রা। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ভারতে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও, তার প্রভাব পড়বে না এবঙ্গে। বড় জোর দু-এক পশলা বৃষ্টি হতে পারে বলে জানাল হাওয়া অফিস। বরং তীব্র গরমে পুড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরা ফেরা করবে ৩৭-৩৯ ডিগ্রির আশপাশে। পশ্চিমের কয়েকটি জেলায় তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, পূর্বাভাস আবহাওয়া দফতরের।