৬৫৯৪ নতুন শিক্ষক পদে নিয়োগ কবে করবে SSC? পড়ুন বিস্তারিত

কলকাতা: রাজ্যের আপার প্রাইমারি স্কুলগুলিতে আরও প্রায় সাত হাজারের কাছাকাছি শিক্ষক শূন্যপদ বৃদ্ধি পেতে চলেছে তা আগেই জানানো হয়েছে৷ এবার, সেই সঙ্গিতকে বাস্তাবায়িত করে রাজ্য সরকার৷ গত সপ্তাহেই আপার প্রাইমারিতে ৬৫৯৪টি নতুন শিক্ষক পদে নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ অর্থমন্ত্রকের অনুমতির পর মন্ত্রিসভা এই নতুন শিক্ষক পদগুলিতে অনুমোদন দেওয়ায় তা এখন রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে

৬৫৯৪ নতুন শিক্ষক পদে নিয়োগ কবে করবে SSC? পড়ুন বিস্তারিত

কলকাতা: রাজ্যের আপার প্রাইমারি স্কুলগুলিতে আরও প্রায় সাত হাজারের কাছাকাছি শিক্ষক শূন্যপদ বৃদ্ধি পেতে চলেছে তা আগেই জানানো হয়েছে৷ এবার, সেই সঙ্গিতকে বাস্তাবায়িত করে রাজ্য সরকার৷ গত সপ্তাহেই আপার প্রাইমারিতে ৬৫৯৪টি নতুন শিক্ষক পদে নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ অর্থমন্ত্রকের অনুমতির পর মন্ত্রিসভা এই নতুন শিক্ষক পদগুলিতে অনুমোদন দেওয়ায় তা এখন রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ প্রশ্ন, এই নতুন শিক্ষক পদে নিয়োগ হবে কবে?

চাকরি সংক্রান্ত সমস্ত খবর জানতে ক্লিক করুন এখানে



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, প্রথমে আপার প্রাইমারি স্তরে যে নিয়োগ বাকি রয়েছে তা সম্পূর্ণ করা হবে৷ ২০১৬ সালে যে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তাতেই শূন্যপদ ছিল ১৪,০৮৮৷ গত দু’বছরে আপার প্রাইমারির সেই নিয়োগ এখনও সম্পূর্ণ হয়নি৷ ফলে স্বাভাবিক নিয়মেই এই শূন্যপদ বেড়ে যাওয়ার কথা৷ এই স্তরে আগে নিয়োগ শেষ করা হবে৷ সেক্ষেত্রে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে এসএসসির যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাতে উল্লেখ করা হয়েছিল যে এই ১৪,০৮৮ শূন্যপদ পরবর্তী কালে একাধিক পরিস্থিতির ভিত্তিতে বেড়ে যেতে পারে৷ এখন আলোচনা চলছে, এই শূন্যপদ এমনিতেই শেষ দু’বছরে স্বাভাবিক নিয়মে কিছুটা বেড়েছে৷ সঙ্গে নতুন প্রায় ২১৯৮টি স্কুলের তৈরি হওয়া শূন্যপদ যোগ করে দেওয়া যায় কিনা৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, ২০১৬ সালের এই আপার প্রাইমারির জন্য গৃহীত পরীক্ষা শেষবারের মতো প্রশিক্ষণহীন প্রার্থীরা দিয়েছিল৷

শিক্ষা সংক্রান্ত সমস্ত খবর জানতে ক্লিক করুন এখানে

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”65″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_6520181205014006″);
document.getElementById(“div_6520181205014006”).appendChild(scpt);

এই মুহূর্তে একাদশ-দ্বাদশ এবং কিছু ক্ষেত্রে নবম-দশম শ্রেণির নিয়োগ প্রক্রিয়া চলছে৷ যাঁদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ হয়ে গেছে তাঁদের এসএমএস পাঠিয়ে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বা অন্যান্য প্রাসঙ্গিক যাবতীয় কাগজপত্র প্রদানের কাজ চলছে৷ এই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগে হাত দেওয়া হবে বলে খবর৷ সুতরাং, আপার প্রাইমারি স্তরে যে প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা আশা রাখতে পারেন এই নতুন শূন্যপদে নিজেদের স্থান পাওয়ার ব্যাপারে৷ এছাড়াও আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে নতুন শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =