খুব শীঘ্রই বর্ষা ঢুকছে বাংলার পড়শি রাজ্যে! বঙ্গে গরম থাকছেই

খুব শীঘ্রই বর্ষা ঢুকছে বাংলার পড়শি রাজ্যে! বঙ্গে গরম থাকছেই

ca5e415a17037f83c5887f7884c6b520

কলকাতা: আবহাওয়া দফতর এখনও পর্যন্ত সেই রকম সুখবর দিতে পারল না। বিগত কয়েক দিনে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল কিন্তু সেই পরিমাণ বর্ষণ হয়নি রাজ্যে। শুক্রবার এবং আগামী কয়েক দিনও রাজ্যের বৃষ্টি হবে বলে জানিয়েছে তারা কিন্তু গরমের অস্বস্তি যে থাকবেই সেটাও স্পষ্ট করা হয়েছে। কিন্তু আশার কথা এই, বাংলার পড়শি রাজ্যে খুব তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে বর্ষা, তাই মনে করা হচ্ছে বাংলাতেও বর্ষা শুরু হবে কয়েক সপ্তাহ পরেই।

আরও পড়ুন- ‘তুমি তোমার জামাইকে নিয়ে থাকো, আমি চললাম’, মাকে বলেছিলেন মঞ্জুষা

হাওয়া অফিস বলছে, আগামী দু-তিনদিনের মধ্যে কেরলে বর্ষা ঢুকতে পারে। সেই রাজ্যে এখন প্রাক বর্ষার বৃষ্টি চলছে। তাহলে কি বাংলাতেও খুব তাড়াতাড়ি বৃষ্টি? এমনটা স্পষ্টভাবে না জানাতে পারলেও রাজ্য জুড়ে আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। জানান হয়েছে, মোটামুটিভাবে আকাশের মুখ ভার থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তবে বাতাসে আর্দ্রতা থাকায় অস্বস্তি থাকবে বলেও সতর্ক করা হয়েছে। এক কথায়, গরম এই মুহূর্তে আর কমছে না।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রী সেলসিয়ায়। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৮৯ শতাংশ বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এখনও পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গে কী হয় সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *