কলকাতা: ২০২৩ সালের গোড়াতেই হবে পঞ্চায়েত নির্বাচন। এমন একটা ইঙ্গিত অনেক আগে থেকেই মিলছিল। কিছুদিন আগেই রাজ্যের অধিকাংশ জেলার পঞ্চায়েত নির্বাচন আধিকারিক এবং জেলাশাসকদের সীমানা পুনর্বিন্যাস এবং আসন সংরক্ষণ সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। এবার আগামী কয়েকদিনের মধ্যে ২২ জেলায় ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে বলে জানা গেল। তাহলে কি ভোটের দিনক্ষণ মোটামুটি নিশ্চিত করে ফেলেছে তারা, থাকছে প্রশ্ন।
আরও পড়ুন: ৯ বছরেই কোটিপতি হয়েছেন দুজনে! অনুব্রত-সুকন্যা নিয়ে দাবি সিবিআইয়ের
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা গিয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী ১৯ অক্টোবর রাজ্যের ২২টি জেলার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নভেম্বর মাসের শেষে। এর মাঝে খসড়া ভোটার তালিকা নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে সেটা আগামী ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত লিখিতভাবে জানাতে হবে। সব কাজ সম্পন্ন হলে এই ভোটার তালিকার প্রেক্ষিতেই আগামী বছর ভোট হবে পঞ্চায়েতে।
গরমের সময়ে ভোট দিতে যেতে ভোটারদের কষ্ট হয় বলে জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই ইঙ্গিত মিলেছিল যে ভোট এগিয়ে আসতে পারে। এখন এপ্রিল-মে মাসে ভোট না হলে মার্চ মাসেও ভোট হওয়া খুব একটা সম্ভব নয় কারণ সেই মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগে শুরু হবে মাধ্যমিক। সেই সময়ে মাইক বাজিয়ে, সভা করে ভোটের প্রচার করা চলবে না। তাই জানুয়ারী অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতে হতে পারে ভোট, অনুমান এমনটাই।