কলকাতা: বুধবার সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও কিছুটা স্থায়ী হতে পারে।
বঙ্গোপসাগর থেকে ঢোকা জলীয় বাষ্প ও উত্তর ভারতের দিক থেকে আসা তুলনামূলক ঠান্ডা বাতাসের মিলনে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ায় গত রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন, বুধবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস বুধবার সন্ধ্যায় জানিয়েছেন, এখনও অবধি যা পরিস্থিতি তাতে বৃহস্পতিবার সকালের দিকে বৃষ্টি হতে পারে। তবে বিকেলের পর থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা।