দিঘা: আগামী বছর দিঘা থেকে রথযাত্রার ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুমান করা হচ্ছিল, নতুন বছরের শুরুতেই দিঘার জগন্নাথ মন্দির হয়তো তৈরি হয়ে যাবে। এখন যা পরিস্থিতি তাতে মনে করা হচ্ছে, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেই মন্দির উদ্বোধন হতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে এই নিয়ে মন্তব্য করতে শোনা যায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে।
চলতি বছরই ইস্কনের রথযাত্রার উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হলে আগামী বছর তারা দিঘা থেকে এই রথযাত্রা উৎসব শুরু করবেন। এই নিয়ে একটি ফেসবুক পোস্টও করা হয়েছিল। এখন ফিরহাদ হাকিমের কথায় এই বিষয়টাই আরও স্পষ্ট হল। তিনি জানিয়েছেন, শুভ দিনক্ষণ ইতিমধ্যেই খোঁজা শুরু হয়েছে। আগামী বছরেই দিঘার ওই মন্দির উদ্বোধন করা হবে এবং তা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মোট ১৪৩ কোটি টাকা খরচ হয়েছে। জনসাধারণের থেকে কোনও অর্থসাহায্য বা অনুদান নেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাসেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা উদ্বোধন করবেন বলেই খবর। রাজনৈতিক মহলের একাংশের দাবি, আগামী লোকসভা নির্বাচনের আগে সেই হিন্দুত্ববাদেই বেশি জোর দিচ্ছে রাজনৈতিক দলগুলি। একদিকে রাম মন্দির, অন্যদিকে জগন্নাথ মন্দির উদ্বোধন তারই ইঙ্গিত দেয়। আবার দুই পক্ষের মুখ হলেন মোদী এবং মমতা।