ডেঙ্গি পরিস্থিতির বদল ঘটবে কবে? আক্রান্তের সংখ্যা নিয়ে চিন্তা

ডেঙ্গি পরিস্থিতির বদল ঘটবে কবে? আক্রান্তের সংখ্যা নিয়ে চিন্তা

কলকাতা: শহর তথা রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনও বহাল এবং তা যে বহাল থাকার কথা তা পরিসংখ্যানে প্রকাশ পায়। রাজ্য জুড়ে এই মুহূর্তে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। শেষ এক মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে সকলের একটাই প্রশ্ন, এই পরিস্থিতির বদল হবে কবে? ইতিমধ্যেই একাধিক হাসপাতাল থেকে ডেঙ্গি আক্রান্তদের মৃত্যুর খবরও এসেছে। তাই স্বাভাবিকভাবে আতঙ্ক বেড়েই চলেছে। তবে বিশেষজ্ঞরা ইতিবাচক বার্তা দিচ্ছেন বর্তমানে। 

বর্ষার সময় বিভিন্ন জায়গায় পরিষ্কার জল জমার কারণে ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধি পায়। তবে বর্ষা চলে গেলেই যে ডেঙ্গি কমে যাবে, এমনটা নয়। কারণ তখনও অনেক জায়গায় সেই জল জমে থাকে। তবে ধীরে ধীরে শীত পড়ার উপক্রম হলে মশার উপদ্রব কমে। স্বাস্থ্য দফতরের তরফে আভাস দেওয়া হয়েছে, ঠান্ডা পড়লে আস্তে আস্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমবে। অর্থাৎ অক্টোবরের শেষ থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আসলে জমা জল যতদিন না পর্যন্ত শুকবে, ততদিন এই পরিস্থিতি পুরোপুরি ঠিক হওয়ার নয়। তবে ডেঙ্গি পরিস্থিতির মধ্যে আরও এক মাস সাধারণ মানুষ কী ভাবে কাটাবে তা নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। 

পরিসংখ্যান অনুযায়ী, আপাতত শেষ এক সপ্তাহে রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৪১০। মোট আক্রান্ত ১ লক্ষ ৩৭ হাজার ৭৯৬ জন। এর মধ্যে বেশির ভাগটাই হয়েছে গ্রামাঞ্চলে, প্রায় ৮৯ হাজার জন। ৪৮ হাজারের বেশি মানুষ শহরে আক্রান্ত হয়েছে। আর ক’দিন বাদেই পুজোর খুশিতে মাতবে বাংলার মানুষ। ভিড় আরও বাড়বে শহরের ওলিতে-গলিতে। তাই এই সময়ে ডেঙ্গির সংক্রমণ নিয়ে সত্যিই চাপ বাড়ছে পুরসভা সহ সরকারের ওপর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *