Aajbikel

অবসরের মুখে রাজ্য নিবার্চন কমিশনার, পঞ্চায়েত ভোট নিয়ে ধোঁয়াশা অব্যাহত

 | 
ভোট

কলকাতা: গত বছরের শেষের দিক থেকে গুঞ্জন ছড়িয়েছিল যে ২০২৩ সালে বাংলায় পঞ্চায়েত নির্বাচন হয়তো এগিয়ে আসবে। অনেকের ধারণা ছিল, এপ্রিল মাসে হতে পারে নির্বাচন। কিন্তু তেমনটা কিছুই হয়নি, উলটে এখনও এই নির্বাচন কবে হবে তা নিয়ে কোনও খবর মিলছে না। এই পরিস্থিতির মধ্যে আবার সম্প্রতি অবসর নেবেন রাজ্য নিবার্চন কমিশনার সৌরভ দাস। তাহলে পঞ্চায়েত নির্বাচন কবে হওয়া সম্ভব? জল্পনা বেড়েই চলেছে। 

সৌরভ দাসের কার্যকালের মেয়াদ গত ২৮ মার্চ শেষ হয়েছিল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই তাঁর চাকরির মেয়াদ ২ মাস বাড়ায় সরকার। কিন্তু এই দু'মাসের মধ্যেও ভোট হয়নি। এদিকে ২৮ মে তাঁর কার্যকালের মেয়াদ পুনরায় শেষ হচ্ছে আর এখন আবার তাঁকে বহাল রাখা যাবে না। নতুন রাজ্য নিবার্চন কমিশনার নিয়োগ করতে হবে রাজ্যকে। সেই প্রেক্ষিতেই আবার পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও একটা বড় অংশ মনে করছে, অগাস্টের প্রথম সপ্তাহে হতে পারে নির্বাচন। তার মধ্যেই নতুন কমিশনার নিয়োগ করতে পারে রাজ্য। 

বিষয় হল, সম্প্রতি শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি। যার জন্য জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ ব্যাপার, তিনিই এক জনসভায় বলেছিলেন, কর্মসূচি শেষ হওয়ার পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। সেই পরিপ্রেক্ষিতে জুনের শেষে অভিষেকের জনসংযোগ যাত্রা শেষ হচ্ছে। তাই ধারণা, জুলাই মাসের শেষ সপ্তাহ বা অগাস্টের প্রথমেই এই ভোট হবে। আসলে পঞ্চায়তে ভোট নিয়ে সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন। এখন তারা শুধু সরকারের থেকে সবুজ সঙ্কেত চাইছে। তা মিললেই দিন ঘোষণা হয়ে যাবে।  

Around The Web

Trending News

You May like