কলকাতা: মকর সংক্রান্তির সময় জাঁকিয়ে ঠান্ডা পড়ে বলে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে। এবারও মকর সংক্রান্তির সময়ে শীতের তীব্রতা বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কাল, সোমবারের পর উত্তর ভারতের সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কনকনে শীতের মাত্রা সাময়িকভাবে কয়েকদিনের জন্য বাড়বে বলে তাঁরা জানিয়েছেন।
শীতের এই ওঠা-নামার কারণ পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার কারণে আজ, রবিবার তাপমাত্রা অল্প বাড়তে পারে। তবে সিকিম ও দার্জিলিং পাহাড়ের উঁচু এলাকায় আজ-কালের মধ্যে ফের তুষারপাতের অনুকূল পরিস্থিতি রয়েছে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় শনিবার জানিয়েছেন। কাশ্মীর-হিমাচলের উপর দিয়ে একটি ঝঞ্ঝা এখন প্রবাহিত হচ্ছে। ওই ঝঞ্ঝার একটা অংশ এসে দার্জিলিং-সিকিমের উঁচু এলাকায় তুষারপাত ঘটাতে পারে।