কবে আসছে কেন্দ্রীয় বাহিনী? কবে শুরু রুটমার্চ?

কলকাতা: পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হবে। রবিবার নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজিজ আফতাব এ কথা জানিয়েছেন। রাজ্যে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, সেটা অবশ্য এখনও ঠিক হয়নি। জানা গিয়েছে, আগামী ১৫ মার্চ প্রথম দফায় বাংলায় ঢুকছে বাহিনী৷ ওই দিন থেকেই

কবে আসছে কেন্দ্রীয় বাহিনী? কবে শুরু রুটমার্চ?

কলকাতা: পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হবে। রবিবার নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজিজ আফতাব এ কথা জানিয়েছেন। রাজ্যে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, সেটা অবশ্য এখনও ঠিক হয়নি। জানা গিয়েছে, আগামী ১৫ মার্চ প্রথম দফায় বাংলায় ঢুকছে বাহিনী৷ ওই দিন থেকেই বিভিন্ন এলাকায় শুরু হবে রুটমার্চ৷

কমিশন জানিয়েও দিয়েছে, মূলত নিরাপত্তা বাহিনী পাওয়ার ভিত্তিতে ভোটের দফা ঠিক করা হয়েছে। আজিজ আফতাব বলেন, রাজ্যে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথগুলির তালিকা তৈরির কাজ চলছে। ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে। রাজ্যের নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, এ রাজ্যে এবার মোট বুথের সংখ্যা হবে ৭৮ হাজার ৭৯৯টি। মোট ভোটগ্রহণ কেন্দ্র হবে ৫৩ হাজার ৭১১টি। নির্বাচন কমিশনের তরফ থেকে যে ভোটার স্লিপ ইস্যু করা হয়, শুধু তা দেখিয়ে এবার ভোট দেওয়া যাবে না। ভোটার সচিত্র পরিচয়পত্র না থাকলে নির্দিষ্ট অন্য ১১ ধরনের সচিত্র পরিচয়পত্রের মধ্যে একটি দেখাতে হবে। রাজ্যে সব বুথে এবার ভিপিপ্যাট ভোট মেশিন ব্যবহার করা হবে।

আদর্শ আচরণবিধি লঙ্ঘন বা ভোট সংক্রান্ত অন্য কোনও বিষয়ে যাতে সাধারণ মানুষ সহজেই অভিযোগ জানাতে পারেন, তার জন্য সি-ভিজিল নামে একটি বিশেষ অ্যাপ এবার কমিশন চালু করেছে। এতে ছবি ও ভিডিও লোড করা যাবে। কেউ চাইলে পরিচয় গোপন করেও অভিযোগ দায়ের করতে পারবেন। ১৯৫০ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 13 =