মহাষ্টমীর অঞ্জলি কখন? দেখুন এবারের দুর্গা পুজোর নির্ঘণ্ট

কলকাতা: আর মাত্র একটি দিনের অপেক্ষা৷ তারপর সপরিবারে মর্ত্যে নেমে আসবেন দেবী দুর্গা৷ চলছে শেষ মুহূর্তের যুদ্ধকালীন প্রস্তুতি৷ পুজোর সাজ পোশাক, খাওয়া-দাওয়া, ঘুরতে যাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে৷ বৃষ্টির আশঙ্কায় চতুর্থী থেকে মণ্ডপে নেমেছে জনতার ঢল৷ কিন্তু, জানেন কি মহাষ্টমীর অঞ্জলি কখন? একনজরে দেখে নিন ১৪২৬ সালের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপুজোর নির্ঘণ্ট৷ মহাষষ্ঠী: ১৬ আশ্বিন,

মহাষ্টমীর অঞ্জলি কখন? দেখুন এবারের দুর্গা পুজোর নির্ঘণ্ট

কলকাতা: আর মাত্র একটি দিনের অপেক্ষা৷ তারপর সপরিবারে মর্ত্যে নেমে আসবেন দেবী দুর্গা৷ চলছে শেষ মুহূর্তের যুদ্ধকালীন প্রস্তুতি৷ পুজোর সাজ পোশাক, খাওয়া-দাওয়া, ঘুরতে যাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে৷ বৃষ্টির আশঙ্কায় চতুর্থী থেকে মণ্ডপে নেমেছে জনতার ঢল৷ কিন্তু, জানেন কি মহাষ্টমীর অঞ্জলি কখন? একনজরে দেখে নিন ১৪২৬ সালের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপুজোর নির্ঘণ্ট৷

মহাষষ্ঠী: ১৬ আশ্বিন, ইংরেজি ৪ঠা অক্টোবর শুক্রবার, সূর্যোদয় ৫:৩৩, সূর্যাস্ত ৫:২০, পূর্বাহ্ন ৯:২৯। ষষ্ঠী দিবা ২:২৬ পর্যন্ত। শ্রীশ্রীদুর্গাষষ্ঠী। শারদীয়া দূর্গাদেবীর ষষ্ঠাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা, সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস৷

মহাসপ্তমী: ১৭ই আশ্বিন, ইংরেজি ৫ই অক্টোবর, শনিবার সূর্যোদয় ৫:৩৩, সূর্যাস্ত ৫:২০, সপ্তমীর দিবা দুটো আট পর্যন্ত। শ্রী শ্রী শারদীয়া দূর্গাপূজার মহাসপ্তমী। শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা, দেবীর ঘোটকে আগমন। ফল- ছত্রভঙ্গ। রাত্রি ১১:৫০ মধ্যে দেবীর অর্ধরাত্র বিহিত পুজো৷

মহাষ্টমী: ১৮ই আশ্বিন, ইংরেজি ৬ই অক্টোবর রবিবার। সূর্যোদয় ৫:৩৩, সূর্যাস্ত ৫:১৯। মহাষ্টমী দিবা ২:২১ পর্যন্ত। পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। পূর্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস৷

সন্ধিপুজো: দিবা ১:৫৭ গতে ২:৫৪ মধ্যে সন্ধিপূজা। ২:২১ গতে বলিদান। দিবা ২:৫৪ মধ্যে সন্ধিপুজো সমাপন৷

মহানবমী: ১৯শে আশ্বিন, ইংরেজি ৭ই অক্টোবর সোমবার। সূর্যোদয় ৫:৩৪, সূর্যাস্ত ৫:১৮ পুর্বাহ্ন ৯:২৮। মহানবমী: দিবা ৩:০৬ পর্যন্ত । শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ এবং মহানবমীবিহিত পূজা প্রশস্তা। পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারন৷

মহাষ্টমীর অঞ্জলি কখন? দেখুন এবারের দুর্গা পুজোর নির্ঘণ্ট

বিজয়াদশমী: ২০শে আশ্বিন, ইংরেজি ৮ই অক্টোবর মঙ্গলবার। সূর্যোদয় ৫:৩৪, সূর্যাস্ত ৫:১৭, বিজযা়দশমী অপরাহ্ন ৪:২০ পর্যন্ত। শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা। দেবীর ঘোটকে গমন। ফল- ছত্রভঙ্গ । বিজয় দশমী কৃত‍্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =