শিক্ষক নিয়োগে কাউন্সেলিং কবে? পড়ুন গুরুত্বপূর্ণ আপডেট

আজ বিকেল: ফের চাকরিপ্রার্থীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ স্কুল সার্ভিস কমিশন SSC-র চেয়ারপার্সন অধ্যক্ষ ডঃ শর্মিলা মিত্র৷ দীর্ঘসময় পর্যন্ত অপেক্ষা করার পরও শর্মিলাদেবীর সঙ্গে দেখা মেলেনি বলে অভিযোগ তুললেন SSC WAIT-LISTED FORUM-এর সদ্যরা৷ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে SSC WAIT-LISTED FORUM-এর সদস্য বৃন্দাবন ঘোষ জানান, ‘‘আমরা আজ বিকাশ ভবন ও আচার্য সদনে এসেছিলাম, নিয়োগ সংক্রান্ত খোঁজ

শিক্ষক নিয়োগে কাউন্সেলিং কবে? পড়ুন গুরুত্বপূর্ণ আপডেট

আজ বিকেল: ফের চাকরিপ্রার্থীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ স্কুল সার্ভিস কমিশন SSC-র চেয়ারপার্সন অধ্যক্ষ ডঃ শর্মিলা মিত্র৷ দীর্ঘসময় পর্যন্ত অপেক্ষা করার পরও শর্মিলাদেবীর সঙ্গে দেখা মেলেনি বলে অভিযোগ তুললেন SSC WAIT-LISTED FORUM-এর সদ্যরা৷ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে SSC WAIT-LISTED FORUM-এর সদস্য বৃন্দাবন ঘোষ জানান, ‘‘আমরা আজ বিকাশ ভবন ও আচার্য সদনে এসেছিলাম, নিয়োগ সংক্রান্ত খোঁজ নিতে৷ কিন্তু, আমাদের আজ ফিরিয়ে দেওয়া হয়েছে৷’’



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কিন্তু, কমিশনের তরফে ফিরিয়ে দেওয়া হলেও এক আধিকারিক চাকরি প্রার্থীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন বলে৷ বাংলা বিষয়ে মেধাতালিকা প্রকাশ হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিংয়ে দিনক্ষণ জানানো হয়নি৷ এদিন এই বিষয়ে খোঁজখবর নেন চাকরিপ্রার্থীরা৷ বাংলা কাউন্সিলিং কবে? এই প্রশ্নের উত্তরে জানানো হয়, ‘‘এখন শূন্যপদ খতিয়ে দেখা হচ্ছে৷ এখনই তারিখ বলা যাবে না৷ ওয়েবসাইটে নজর রাখুন৷’’ দ্বিতীয় প্রশ্ন ছিল, ওয়েটিংদের কাউন্সেলিং কবে থেকে শুরু হবে? উত্তর মেলে, ‘‘এখন আমরা ১১-১২ রি-প্লেসমেন্টের কাজ করছি৷ শূন্যপদ চূড়ান্ত করার পর ১১-১২ শ্রেণিতে নিয়োগ শুরু হবে৷’’ তৃতীয়, ৯-১০ শ্রেণিতে দ্বিতীয় দফায় কাউন্সেলিং কবে হবে? উত্তর মেলে, ‘‘সেটা এখন বলা সম্ভব নয়, আপনারা ডেপুটেশন দেওয়ার সময় সব বলা হয়েছে, বারবার আসছেন আপনারা, আমরা কাজ করছি৷ কটা দিন অপেক্ষা করুন৷ একে একে সব করা হবে৷’’ শূন্যপদ আপডেট হবে? জবাব, ‘‘আগে কাউন্সিলিং শুরু হোক তার পর এ বিষয়ে বলতে পারব৷’’

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − three =