ঠিক কখন বাংলায় পা রাখছে দানবীয় ফনি? থাকবে কতক্ষণ?

কলকাতা: এখনও বাংলায় প্রবেশ করেনি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ফনি৷ আবহাওয়া দপ্তরের শেষ পাওয়া খবর অনুযায়ী, কলকাতা থেকে ২০০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় ফনি৷ দীঘা থেকে তা ৬০ কিলোমিটার দূরে৷ শুক্রবার মাঝরাত থেকে শনিবার ভোরের মধ্যেই বাংলায় প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়৷ রাজ্যে ফনির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫ কিলোমিটার হবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ বর্তমানে ফনি রয়েছে

d03c9544a3db99fc8645be7b616113e1

ঠিক কখন বাংলায় পা রাখছে দানবীয় ফনি? থাকবে কতক্ষণ?

কলকাতা: এখনও বাংলায় প্রবেশ করেনি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ফনি৷ আবহাওয়া দপ্তরের শেষ পাওয়া খবর অনুযায়ী, কলকাতা থেকে ২০০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় ফনি৷ দীঘা থেকে তা ৬০ কিলোমিটার দূরে৷  শুক্রবার মাঝরাত থেকে শনিবার ভোরের মধ্যেই বাংলায় প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়৷ রাজ্যে ফনির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫ কিলোমিটার হবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ বর্তমানে ফনি রয়েছে ভুবনেশ্বরের থেকে ১০ কিলোমিটার পূর্বে, কটকের ৩০ কিলোমিটার দক্ষিণে রয়েছে৷

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফনির আর কিছু ক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গে ঢুকবে৷ তবে, শক্তি কিছুটা কমব থাকবে৷ বাংলায় টানা ৩০ ঘণ্টা দাপট দেখানোর পর শনিবার রাতের ঘূর্ণিঝড় চলে যাবে বাংলাদেশের দিকে৷ সেখানে গিয়ে শুধুই ভারী বৃষ্টিপাত ছাড়া আর কিছুই ঘটাতে পারবে না ‘ক্লান্ত দানব’ ফনি৷

ঠিক কখন বাংলায় পা রাখছে দানবীয় ফনি? থাকবে কতক্ষণ?আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে কলকাতা থেকে ২৫০ কিলোমিটার দূরে রয়েছে ফনি৷ এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন থেকে শক্তি খুইয়ে এই মুহূর্তে ফনি পরিণত হয়েছে ভেরি সিভিয়ার সাইক্লোনে। ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে৷ ঘূর্ণিঝড় বলয়ে ঝড়ের গতিবেগ থাকে সবথেকে বেশি। থাকবে৷

জানা গিয়েছে, আজ সন্ধ্যার পর থেকে ফনি তার প্রভাব পুরোদমে ফলতে শুরু করবে৷ এর প্রভাবে ঝোড়ো হাওয়া ও সঙ্গে বৃষ্টি শুরু হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়৷ ফনির দাপট সব থেকে বেশি দেখা যাতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি ও কলকাতায়৷ রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে ঝড়ের গতিবেগ৷ পূর্বাভাস, এই সময় ৯০ থেকে ১১৫ কিলোমিটার গতিবেগে ঝড় ও তার সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *