বিধানসভায় আজ কী বলবেন রাজ্যপাল? নয়া রণকৌশল তৃণমূলের

বিধানসভায় আজ কী বলবেন রাজ্যপাল? নয়া রণকৌশল তৃণমূলের

কলকাতা: আগে চেয়েও পাননি৷ এবার বাজেট ভাষণের আগে চাইতেই হেলিকপ্টার পেয়েছেন রাজ্যপাল৷ রাজ্যের তরফে প্রথম রাজ্যপালকে হেলিকপ্টার দেওয়ার ব্যবস্থা করা হলেও রাজ্যের লিখে দেওয়া ভাষণে রাজি নন, তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকার৷ রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে আজ শুক্রবার থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন৷ বাজেট অধিবেশনের আগে ভাষণ দেন রাজ্যপাল৷ তারপর শুরু হয় সভার কাজ৷

প্রথা অনুযায়ী নিজেদের সাফল্য তুলে ধরতে রাজ্যের তরফে লিখে দেওয়া ভাষণ হুবহু পড়ার কথা রাজ্যপালের৷ কিন্তু, সেই প্রথা ভেঙে ভাষণের খসড়ার কিছু জায়গায় অদলবদল করার জন্য সরকারের কাছে লিখিতভাবেই আর্জি জানান রাজ্যপাল৷ তবে রাজ্যপালের আর্জি মানতে নারাজ নবান্ন৷ ফলে, রাজ্য-রাজ্যপাল সংঘাতে আজ নিজের কিছু বক্তব্য বিধানসভায় পেশ করতে পারেন ধনকার৷

আজ সরকারের লিখে দেওয়া ভাষণের বাইরে রাজ্যপাল নিজে কিছু মতামত তুলে ধরলে তার প্রতিবাদ কীভাবে করা হবে, তা নিয়ে শাসক শিবিরও প্রস্তুতি চূড়ান্ত হয়ে গিয়েছে৷ তবে রাজ্যপালের সামনে কোনও অসৌজন্যমূলক আচরণ না করারও পরামর্শ দিয়েছে শাসক শিবির৷ বিধানসভায় আজ রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূলের রণকৌশল কী হয়, তা নিয়ে দফায় দফায় চর্চা চলছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অন্দরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 10 =