রানাঘাট: ‘বাংলায় কিছু আর বাকী আছে সোনার বাংলা তৈরি করতে’? সব হয়ে গেছে৷ রানাঘাটের সভা থেকে ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইসঙ্গে নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উগড়ে দিলেন একরাশ ক্ষোভ৷ প্রধানমন্ত্রী থেকে শুরু করে ছোট বড় বিজেপি নেতাদের ‘সোনার বাংলা’ তৈরি করার প্রতিশ্রুতিকে কার্যত চ্যালেঞ্জ করে মমতা বলেন, কী সোনার বাংলা তৈরি করবে জিজ্ঞাসা করুন৷
ভোটের আগে টাকা ছড়াচ্ছে বিজেপি৷ বারবার এই অভিযোগ করতে শোনা গেছে মমতাকে৷ এদিনও এই প্রসঙ্গ তোলেন মমতা৷ বলেন, ভোটের সময় অনেকে বাইরে থেকে এসে টাকা দেবে। বাইরে থেকে এসে কুত্সা রটাবে। তাদের মধ্যে কেউ কেউ বাংলাও জানে। জিজ্ঞেস করুন, কী দিয়েছে ওরা? ৫০০০ টাকা দিয়ে ভোট কিনবে? তবে টাকা দিলে টাকা একদম নিয়ে নেবেন। একদম হজম করে নেবেন৷ ওটা জনগণের টাকা।
এদিন বিজেপির মন্ত্রী ও তাবড় তাবড় নেতাদের বাংলার কৃষক-দলিত পরিবারে ভোজন প্রসঙ্গে ফের একহাত নেন মমতা৷ বলেন, “আমিও যাই, কিন্তু যাওয়া নিয়ে নাটক করি না৷ যে অবস্থায় আছি, সেই অবস্থাতেই যাই। ধুলো অবস্থায় যাই। কিন্তু এরা সেজেগুজে একেবারে ফাইভ স্টার হোটেলের খাবার নিয়ে যায়! একটা হিমালয়ান জলের বোতলের দাম কত? দেখছেন খাচ্ছে, আর পাশে হিমালয়ান বোতল! আর আমি যে জল খেলাম, সেটা আপনাদের এখানেই হয় ‘প্রাণধারা’, দাম ৬ টাকা। এত সোজা নয়! রাস্তার ধুলোতে নামতে হয়! কিন্তু রাস্তার ধুলো এদের গায়ে লাগে না। এরা মিথ্যে কথা বলে। মিথ্যে কথার অমাবস্যা৷” আমাকে একটু একটু ভয় পায়। কারণ আমি মাথা বিক্রি করি না। আমি মরে যাব। বন্দুকের সামনে দাঁড়িয়ে মাথা দেব, তবু বাংলাকে বেচতে দেব না। বাংলার মানুষকে বেচতে দেব না, রানাঘাট থেকে হুঙ্কার মমতার৷