আজ বিকেল: শেষ দফার ভোট হওয়ার আগেই আঞ্চলিক দলগুলিকে দিল্লিতে আাসার আগাম আমন্ত্রণ জানিয়েছেন প্রাক্তন ইউপিএ চেরাপার্সন সোনিয়া গান্ধী। ১৯ তারিখের ভোট মিটলেই সব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চান তিনি। এখন থেকেই জয়ের গন্ধ পাচ্ছে কংগ্রেস।
দেশের গরীব মানুষের জন্য রাহুল গান্ধীর উপহার ন্যায় যদি গ্রহণযোগ্যতা পায় তাহলে সংসদীয় রাজনীতিতে বড়সড় পটপরিবর্তন ঘটতে চলেছে। এক্ষেত্রে জোট সরকারকে ক্ষমতায় আনতে কোন কোন আঞ্চলিক দল বড়মাপের ভূমিকা নেবে? তৃণমূল কী সেই দলে রয়েছে? একইভাবে দেশের মানুষ যদি ফের বিজেপিকে একটা সুযোগ দিয়ে দেখতে চায় তাহলে জয়ের সমীকরণ ২০১৪-র মতোই হবে আশা করা যায়।
চৌকিদার যদি দেশবাসীর কাছে তাঁর মান কি হাতের স্বচ্ছতা দেখাতে পারেন, তাহলে হয়তো মানুষ অনেক আশাকেই বড় করে দেখবে। কিন্তু মানেকা গান্ধীর বক্তব্য বা যোগীর রাজ্যে গোরক্ষকদের খুনোখুনির তদন্তে গিয়ে পুলিশের খুন হয়ে যাওয়া। রাজস্থানে মালদহের যুবক আফরাজুলকে পুড়িয়ে খুন ইস্যু মাথাচাড়া দিলে বিজেপির জয়রথ বাধাপ্রাপ্ত হবে। এত কিছু সত্ত্বেও মানুষ যদি স্বচ্ছ ভারতকেই লক্ষ্য করে তাহলে রাহুলের জয়ের সম্ভাবনা ক্ষীণ, সেক্ষেত্রে পরাজয়ের কারণ কী? জানান আপনার মতামত৷ আপনার দেওয়া মতামত প্রকাশিত হবে AajBikel.com-এ৷
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]