আজ বছর শেষে কেমন থাকবে ঠান্ডার দাপট?

কলকাতা: আজ, সোমবার বছরের শেষ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে কনকনে ঠান্ডার আমেজ অব্যাহত থাকবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই আজও শৈত্যপ্রবাহ চলবে। সোমবারের পর আবহাওয়া চিত্র কী হবে, তা নির্ভর করছে পশ্চিমী ঝঞ্ঝার গতিপ্রকৃতির উপর। তবে সোমবারের পর তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের আমেজ থাকবে। কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া আসার পথে কোনও বাধা

আজ বছর শেষে কেমন থাকবে ঠান্ডার দাপট?

কলকাতা: আজ, সোমবার বছরের শেষ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে কনকনে ঠান্ডার আমেজ অব্যাহত থাকবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই আজও শৈত্যপ্রবাহ চলবে। সোমবারের পর আবহাওয়া চিত্র কী হবে, তা নির্ভর করছে পশ্চিমী ঝঞ্ঝার গতিপ্রকৃতির উপর। তবে সোমবারের পর তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের আমেজ থাকবে। কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া আসার পথে কোনও বাধা না থাকার জন্য বড়দিনের আগের থেকে জাঁকিয়ে পড়া শীতের আমেজ চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। আর হিমালয়ের কাছে হওয়ায় উত্তরবঙ্গে তো কনকনে শীত আছেই। কাশ্মীর-হিমাচল প্রদেশের উপর কোনও শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এলে উত্তুরে হাওয়া কিছুটা দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা থাকে। তখন তাপমাত্রা কিছুটা বাড়ে। কাল, মঙ্গলবার বছরের প্রথম দিনে কাশ্মীরের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =