লোকসভা নির্বাচনে রাজ্যে হ্য়াট্রিক মমতার, নাকি মোদী ম্যাজিক দেখবে বাংলা? কী বলছে সমীক্ষার রিপোর্ট

লোকসভা নির্বাচনে রাজ্যে হ্য়াট্রিক মমতার, নাকি মোদী ম্যাজিক দেখবে বাংলা? কী বলছে সমীক্ষার রিপোর্ট

survey

কলকাতা: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চড়ছে উত্তেজনার পারদ। ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলি এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে প্রচারের ময়দানে৷ শীতের মরশুমেই বইতে শুরু করেছে ভোটের গরম হাওয়া৷ জোটের জট না কাটলেও, প্রচারে খামতি রাখতে চাইছে না কোনও রাজনৈতিক দল৷ জাতীয় স্তরে জোটে থাকলেও রাজ্যে একলা চলার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। এই আবহে সামনে এসেছে ম্যাট্রিড এনসি-র একটি জনমত সমীক্ষা। সেখানে দেখা হয়, এখনই যদি লোকসভা নির্বাচন হয় তবে বাংলায় জিতবে কে? তাতে রয়েছে চমক৷ জনমত সমীক্ষা অনুযায়ী এখনই লোকসভা নির্বাচন হলে পশ্চিমবঙ্গে ফের জিতে হ্য়াট্রিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। সমীক্ষা অনুযায়ী রাজ্যে ৪২টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কমপক্ষে ২৬টি আসনে জয়ী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =