দেবী দুর্গার কাছে কি পুত্র চাওয়া হয়? কী বলছে ‘পুত্রান্ দেহি’র রীতি?

কলকাতা: যুগের তালে তাল মিলিয়ে বদলে যাচ্ছে সময়৷ বদলে যাচ্ছে নগরজীবন৷ কিন্তু, সময় বদলে গেলেও সংস্কার আজও বদলে উঠতে পারেনি বাংলা৷ এবারের দুর্গা পুজোতেও তার ব্যতিক্রম ঘটল না৷ আজ মহাষ্টমীর অঞ্জলীতেও দিনভর উঠল সেই ‘পুত্রান্ দেহি’র আর্জি৷ কিন্তু, সত্যিই কি দেবী দুর্গার অঞ্জলিতে পুত্র চাওয়া হয়? আদৌ কি দেবী দুর্গার অঞ্জলিতে ‘পুত্রান্ দেহি’ শব্দটি আছে?

imagesmissing

কলকাতা: যুগের তালে তাল মিলিয়ে বদলে যাচ্ছে সময়৷ বদলে যাচ্ছে নগরজীবন৷ কিন্তু, সময় বদলে গেলেও সংস্কার আজও বদলে উঠতে পারেনি বাংলা৷ এবারের দুর্গা পুজোতেও তার ব্যতিক্রম ঘটল না৷ আজ মহাষ্টমীর অঞ্জলীতেও দিনভর উঠল সেই ‘পুত্রান্ দেহি’র আর্জি৷ কিন্তু, সত্যিই কি দেবী দুর্গার অঞ্জলিতে পুত্র চাওয়া হয়? আদৌ কি দেবী দুর্গার অঞ্জলিতে ‘পুত্রান্ দেহি’ শব্দটি আছে?

চলতি রীতিতে দেবী দুর্গার কাছে আদতে পুত্র সন্তানের দাবি জানানো হয়৷ ঠিক সেভাবেই উচ্চারিত হয় মন্ত্র৷ অষ্টমী পুজোর অঞ্জলিতে দেবী দুর্গার কাছে মূলত পুত্র সন্তানের জন্য জানানো হয় প্রার্থনা৷ রীতি বলছে, অষ্টমীর অঞ্জলি হয় মূলত তিনটি ভাগে৷ তার মধ্যে দ্বিতীয় ভাগের প্রথমে পুষ্পাঞ্জলি দিতে হয়৷ দ্বিতীয় ভাগের প্রথম মন্ত্রে বলা হয়, ‘‘যশোদেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, ধনংদেহি, পুত্রান্ দেহি, সর্ব কামাংশ্চ দেহি মে৷’’ অর্থাৎ এখানে পুত্র সন্তানের জন্য মূলত কাতর প্রার্থনা জানানো৷

তবে পুরাণ বিশেষজ্ঞদের মতে মহিষাসুরমর্দিনী মূলমন্ত্রে ‘পুত্রান্ দেহি’ শব্দটির উল্লেখ নেই৷ আছে শুধুমাত্র পুষ্পাঞ্জলির শব্দটি৷ এমনকি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী মন্ত্র উচ্চারণের মধ্যেও কোথাও ‘পুত্রান্ দেহি’ শব্দটি উল্লেখ শোনা যায়নি৷ অনেকেই বলছেন, আদতে পুরোহিতের তৈরি এটি একটি সামাজিক মন্ত্র৷ মূলমন্ত্রে দেবীর কাছে আদতে এমন কোনও প্রার্থনার কথা বলা নেই৷ তবে, পুরোহিতদের এই সামাজিক মন্ত্র ধারাবাহিকভাবে আজও ‘পুত্রান্ দেহি’ শব্দটি ব্যবহার হয়ে চলেছে৷

আসলে নারীশক্তির হিসাবে গোটা বিশ্বজুড়ে দেবী দুর্গার আরাধনা করা হয়৷ কিন্তু সেই নারী শক্তির পুজোয় যদি পুত্র সন্তানের প্রার্থনা করা হয় তাহলে কিছুটা হলেও স্ববিরোধিতা থেকে যায় বলেও মনে করছেন অনেকে৷ আর সেই কারণে বাংলার একটি ইংরেজি দৈনিকের তরফে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয়েছে ‘পুত্রান্ দেহি’ শব্দের বদলে ‘সন্তানন্ দেহি’ বলতে৷ কিন্তু সেই প্রচারে মানুষ কতটা অংশ নিয়েছেন, সেটা বিচার করা অবশ্য যাবে না৷ তবে এটা বলা যেতে পারে মানুষের মধ্যে আসলে সচেতনতা গড়ে তুলতে এই পদক্ষেপ জনমনে বেশ প্রভাব ফেলেছে৷ সংবাদমাধ্যমজুড়ে লাগাতার প্রচারের পরও আজ দিনভর মণ্ডপে মণ্ডপে উচ্চারিত থেকে গেলে ‘পুত্রান্ দেহি’৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *