অসাবধানতায় বাড়তে পারে সংক্রমণ, করোনা-স্ফীতিতে সুরক্ষিত থাকতে যা করণীয়

অসাবধানতায় বাড়তে পারে সংক্রমণ, করোনা-স্ফীতিতে সুরক্ষিত থাকতে যা করণীয়

0c6560f00d1848d4f4da8e0ca2d8ceb4

কলকাতা: সংক্রমণের জোয়ারে ভাসছে শহর কলকাতা৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ চিকিৎসকরা বলছেন, পেরিয়ে আসা দুটি উৎসবে মানুষ মাস্কহীন উচ্ছ্বাসই সংক্রমণের পালে হাওয়া জুগিয়েছে৷ তবে প্রথম ও দ্বিতীয় পর্বের তুলনায় এই পর্বে হাসপাতালে ভর্তি হওয়ার পরিমাণ অনেকটাই কম৷ বাড়াবাড়ি রকমের পরিস্থিতি সেভাবে তৈরি হয়নি৷ চিকিৎসকরা মনে করছেন ঠিক মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে পারলে পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে৷ 

আরও পড়ুন- করোনাকালে দিল্লিকে পিছনে ফেলে বায়ুদূষণে এগিয়ে গেল কলকাতা, AQI-এ বাড়ছে উদ্বেগ

দ্বিতীয় বারও করোনা আক্রান্ত হতে পারেন- একবার করোনা আক্রান্ত হলেও পুনরায় করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাচ্ছে, পূর্বে করোনা আক্রান্ত ব্যক্তির শরীরে বাড়তি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তবে এক বার আক্রান্ত হলে দ্বিতীয় বার সংক্রমণের ভয় নেই,  সেটা একেবারেই ভ্রান্ত ধারণা।
অনেকেই আবার ওমিক্রনতে হালকা ভাবে নিতে শুরু করেছেন৷ ডেল্টার চেয়ে ওমিক্রনের মারণ ক্ষমতা কম৷ কিন্তু হু বলছে, ওমিক্রনকে হালকা ভাবে নেওয়া উচিত হবে না৷ কারণ ওমিক্রনও মৃত্যুর ঝুঁকি বাড়াতে সক্ষম৷ 

ঠান্ডা লাগাকে হালকা ভাবে নিলে চলবে না- হালকা জ্বর, গলা ব্যথা, কাশি বা মাথা যন্ত্রনা হলে শীতকালীন ঠান্ডা লাগা বলে এড়িয়ে যাবেন না। এই উপসর্গগুলি দু’দিনের বেশি স্থায়ী হলে অতি অবশ্যই আরটিপিসিআর বা অ্যান্টিজেন পরীক্ষা করিয়ে নিন। রিরোর্ট পজিটিভ এলে,  অতি অবশ্যই কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে নিভৃতবাসে থাকুন।

ভিড় এড়িয়ে চলুন- করোনার তৃতীয় ঢেউয়ে অধিকাংশ আক্রান্তেরই মৃদু উপসর্গ রয়েছে৷ কিংবা তাঁরা উপসর্গহীন। বাড়াবাড়ি রকমের শারীরিক সমস্যা না থাকায় হাসপাতালে ভর্তির সংখ্যাটাও অনেক কম৷ তা বলে করোনাকে হালকা ভাবে নেওয়া বোকামি হবে৷ নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে ভিড় এড়িয়ে চলুন৷ 
মাস্ক পরতেই হবে- এক সংক্রমণ এত মৃত্যুর পরেও মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব রয়েছে। অনেককেই দেখা যাচ্ছে মাস্ক ছাড়া অবস্থায়৷ কারও আবার থুতনিতে ঝুলছে৷ এই পরিস্থিতিতে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে মাস্ক পরুন৷ সব রকম সাবধানতা বজায় রাখুন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *