শীতের বিদায় পর্ব কি শুরু? কী বলছে হাওয়া অফিস?

কলকাতা: গত কয়েকদিন ধরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও এখনও শীতের বিদায় পর্ব শুরু হয়নি বলেই আবহাওয়াবিদরা মনে করছেন৷ তিন-চারদিন পর ফের তাপমাত্রা কিছুটা কমবে। তবে জাঁকিয়ে শীত পড়ার আশা আর বিশেষ নেই৷ আর তখন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার বিশেষ সম্ভাবনাও নেই৷ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকলে মোটামুটি শীতের

শীতের বিদায় পর্ব কি শুরু? কী বলছে হাওয়া অফিস?

কলকাতা: গত কয়েকদিন ধরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও এখনও শীতের বিদায় পর্ব শুরু হয়নি বলেই আবহাওয়াবিদরা মনে করছেন৷ তিন-চারদিন পর ফের তাপমাত্রা কিছুটা কমবে। তবে জাঁকিয়ে শীত পড়ার আশা আর বিশেষ নেই৷

আর তখন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার বিশেষ সম্ভাবনাও নেই৷ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকলে মোটামুটি শীতের আমেজ থাকে৷ বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি৷ আজ তা কিছুটা বেড়ে ১৬ ডিগ্রির আশপাশে রয়েছে৷ তবে কোনও কোনও জেলাতে এখনও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে রয়েছে৷ কলকাতার তুলনায় জেলাতে শীতের আমেজ সব সময় বেশি থাকে৷ এই প্রবণতা শীতের বিদায় লগ্নেও অব্যাহত থাকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 15 =