দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা কী? রিপোর্ট তলব হাইকোর্টের

কলকাতা: বেফাঁস ও অশালীন মন্তব্যের জন্য বারবারই সংবাদমাধ্যমে সমালোচনার মুখোমুখি হতে হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের হয়েছে৷ উস্কানিমূলক মন্তব্যের জন্য বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত একাধিক মামলাও দায়ের করে পুলিশ৷ কিন্তু এবার কাঠগড়ায় তাঁর শিক্ষাগত যোগ্যতা৷ দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷সেই মামলার শুনানিতে শুক্রবার,

দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা কী? রিপোর্ট তলব হাইকোর্টের

কলকাতা: বেফাঁস ও অশালীন মন্তব্যের জন্য বারবারই সংবাদমাধ্যমে সমালোচনার মুখোমুখি হতে হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের হয়েছে৷ উস্কানিমূলক মন্তব্যের জন্য বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত একাধিক মামলাও দায়ের করে পুলিশ৷ কিন্তু এবার কাঠগড়ায় তাঁর শিক্ষাগত যোগ্যতা৷

দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷সেই মামলার শুনানিতে শুক্রবার, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷ আগামী ১৪ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামী ১৪ দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্বাচনে কমিশনে যে তথ্য জমা পড়েছে, সেখানে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা খড়গপুর সদরের সাংসদ কী দাবি করেছেন, তা জানতে চেয়েছে আদালত৷

দলত্যাগী বিজেপি নেতা অশোক সরকার হাইকোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের কাছে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথ্য দিলীপ ঘোষ দিয়েছেন, তা সঠিক নয়। সেই মামলার প্রেক্ষিতেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল উচ্চ আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 16 =