তৃণমূলের ব্রিগেডে খরচ কত? বিস্ফোরক দিলীপ ঘোষ

কলকাতা: ব্রিগেড প্যারেড থেকে মোদী উৎখাতের ডাক দিতে ১০০ কোটি টাকা খরচ হয়েছে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ ব্রিগেড সমাবেশ করতে খরচ হওয়া অর্থ কোথা থেকে এল তা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলকে হুঁশিয়ারি দেন দিলীপ৷ দিলীপ ঘোষের দাবি, ‘‘সর্বভারতীয় স্তরের যে সব নেতা ব্রিগেডে যোগ দিয়েছেন তাঁরা বেকার৷ তাঁদের কোনও কাজ নেই৷

তৃণমূলের ব্রিগেডে খরচ কত? বিস্ফোরক দিলীপ ঘোষ

কলকাতা: ব্রিগেড প্যারেড থেকে মোদী উৎখাতের ডাক দিতে ১০০ কোটি টাকা খরচ হয়েছে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ ব্রিগেড সমাবেশ করতে খরচ হওয়া অর্থ কোথা থেকে এল তা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলকে হুঁশিয়ারি দেন দিলীপ৷

দিলীপ ঘোষের দাবি, ‘‘সর্বভারতীয় স্তরের যে সব নেতা ব্রিগেডে যোগ দিয়েছেন তাঁরা বেকার৷ তাঁদের কোনও কাজ নেই৷ তাঁরা তো অপেক্ষায় থাকেন, কে তাঁদের কখন কোথায় ডাকবেন৷ আর তাঁরা যাবেন৷’’ দেশের প্রধান বিরোধীদের নেতারা শনিবারের তৃণমূলের ব্রিগেডে অংশ নেন৷ বিশাল এই সমাবেশের খরচ নিয়ে প্রশ্ন তুলে বিজেপি সভাপতি হুঁশিয়ারি, খরচের হিসেব না দিলে ‘বিপদে’ পড়তে পারে তৃণমূল! একই সঙ্গে দিলীপ ঘোষ অভিযোগ, ‘‘ভয় দেখিয়ে সাধারণ মানুষকে ব্রিগেডে আনা হয়েছে৷ সিভিক, অঙ্গনওয়ারীদের এনে মাঠ ভরানোর চেষ্টা হয়েছে৷ কিন্তু এত কিছুর পরেও মাঠ ফাঁকা ছিল৷ সিপিএমের আমলে তাও ব্রিগেড ভরত৷ কিন্তু মমতার সভার পিছনে দিকে মাঠ পুরো ফাঁকা ছিল৷’’ শনিবার গণতন্ত্র নিয়ে বিজেপি বিরোধী নেতারা একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন৷ তার জবাবে দিলীপের মন্তব্য, ‘‘বাংলায় গণতন্ত্র কীভাবে ভুলন্ঠিত হচ্ছে তা দেখার জন্য গ্রামে যান৷ সেখানে দেখা উচিত কীভাবে গণতন্ত্রকে জ্যান্ত পুঁতে ফেলা হচ্ছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + seven =