কলকাতা: হাওড়ার ‘ত্রাস’ রামমূর্তি দিওয়ার ওরফে রামুয়া খুনের ঘটনায় তার স্ত্রী কাজল দিওয়ারের প্রেমিককে গ্রেপ্তার করল খড়দহ থানার পুলিশ। ধৃতের নাম কার্তিক যাদব। বাড়ি হাওড়ায়। শনিবারই পুলিশের জালে সে ধরা পড়ে। রামুয়াকে খুন করার সুপারি হিসেবে প্রথমে ১০ লক্ষ টাকা দাবি করা হয়। পরে তা কমে ৪ লক্ষ টাকায় ঠিক হয়। সেই টাকার বেশ কিছুটা জোগান সে দিয়েছিল বলে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে।
রামুয়ার স্ত্রীর সঙ্গে কার্তিকের কী করে পরিচয় গড়ে উঠল? তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বছর তিনেক আগে রামুয়ার মেয়ের জীবনবিমা করতে কার্তিক তাদের বাড়ি গিয়েছিল। সেখানেই রামুয়ার স্ত্রীর সঙ্গে ফোন নম্বর দেওয়া নেওয়া হয়। এছাড়া পলিসির টাকা আনা এবং টাকা জমা দিয়ে তার রসিদ দেওয়ার জন্য সে মাঝেমধ্যে রামুয়ার স্ত্রীর কাছে যেত। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে কাজল সোদপুরে অমরাবতীর কাছে দক্ষিণায়ন ঋষি অরবিন্দ সরণীর ফ্ল্যাটে ভাড়া নিয়ে চলে আসে। পুজোর সময় কার্তিকের সঙ্গে কাজল ঠাকুর দেখতে বেরিয়েছিল। সূত্র মারফত রামুয়ার কাছে সেই খবর চলে গিয়েছিল। ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানতে পারায় রামুয়া ফোন করে কার্তিককে খুন করার হুমকি দিয়েছিল। রামুয়ার সঙ্গে টক্কর নেওয়ার ক্ষমতা তার ছিল না। তাই ইদানীং কার্তিক নিরাপত্তাহীনতায় ভুগছিল।