কলকাতা: তৃণমূলে বেশ কিছু দিন ধরেই এক ব্যক্তি এক পদ নীতি কায়েম করার চেষ্টা চলছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই সূত্র প্রথম প্রতিষ্ঠার চেষ্টা করেন, তখন সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছিলেন ফিরহাদ হাকিম৷ ফলে সাময়িকভাবে থামতে হয়েছিল অভিষেককে। তবে, সেই সূত্র ধরে জেলা স্তরে সংগঠনকে পুরোপুরি গুছিয়ে ফেলেছেন তিনি৷ এমতাবস্থায় ফের কৌতূহলের কেন্দ্রে এসে পড়েছেন ফিরহাদ হাকিম। বর্তমানে তিনি তিনটি দফতরের মন্ত্রী। সেগুলো হল-পরিবহণ, পুর ও নগরোন্নয়ন এবং আবাসন। পাশাপাশি কলকাতার মহানাগরিক। তাই এখন প্রশ্ন উঠেছে, পালাবদলে কি দফতর কমবে ববির?
বুধবার বিকেল ৪টেয় রাজভবনে শপথ নেবেন মন্ত্রিসভার নতুন ৮ মুখ৷ তার পরেই দফতর রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে নবান্ন সূত্রে খবর। ববিকে নিয়েও চলছে বিস্তর আলোচনা৷ ঠিক সেই সময় নতুন মন্ত্রিসভা গঠনের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ফিরহাদ৷ টাটা সংস্থার সঙ্গে পরিবহণ দফতরের বাস সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে ববি বলেন, হাম রহে ইয়া না রহে কাম চলতা রহেগা! যার বাংলা তর্জমা করলে হয়, আমি থাকি বা না থাকি কাজ চলতে থাকবে।
তৃণমূলের অন্দরে কানাঘুষো, মন্ত্রিসভার রদবদলে পরিবহণ দফতর হাতছাড়া হতে পারে ফিরহাদ হাকিমের। তাঁর কাছে থেকে যেতে পারে পুর ও নগরোন্নয়ন এবং আবাসন দফতরও। অনেকেই বলছেন, ববি নিজেও হয়তো সেটা আন্দাজ করতে পারছেন। তা ছাড়া পরিবহণ দফতর নিয়ে তাঁর বিশেষ আগ্রহ ছিল না বলেও কানাঘুষো রয়েছে। সেই সব কারণেই সম্ভবত ববি বললেন, ‘হাম রহে ইয়া না রহে…’৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>