‘ইতিহাসের গায়ে আজ কলঙ্ক..’ ব্যথিত আরজি করের পরিবারের সদস্যরা

কলকাতা: আরজি কর কাণ্ডের গোটা ঘটনায় লজ্জিত, ব্যথিত আরজি করের পরিবারের সদস্যরা। ওই পরিবারের এই প্রজন্মের প্রতিনিধিদের মতে ডাঃ রাধাগোবিন্দ করের প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ হাসপাতালে…

Picsart 24 08 24 15 53 02 584

কলকাতা: আরজি কর কাণ্ডের গোটা ঘটনায় লজ্জিত, ব্যথিত আরজি করের পরিবারের সদস্যরা।

ওই পরিবারের এই প্রজন্মের প্রতিনিধিদের মতে ডাঃ রাধাগোবিন্দ করের প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ হাসপাতালে যা হয়েছে তা তাদের সবাইকেই ব্যাথিত করেছে। যা হয়েছে তা নিন্দনীয়। ঘটনায় গোটা দেশ কালিমালিপ্ত হয়েছে। আমরাও চাই এর বিচার। অপরাধীরা গ্রেফতার হোক। তাদের দৃষ্টান্ত মূলক সাজা চাই। আর চাই আরজিকর তার পুরনো গরিমা ফিরে পাক।

ডাঃ রাধা গোবিন্দ কর এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাস করেন। বিদেশে থেকে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু তিনি দেশ ফিরে আসেন। ওঁর ইচ্ছে ছিল কলকাতাতেই হাসপাতাল করবেন যাতে সাধারণ মানুষ চিকিত্সা পায়। হাওড়ার রামরাজাতলায় এখনও রাধা গোবিন্দবাবুর পৈত্রিক ভিটে। ওঁর ইচ্ছে ছিল এসিয়ায় প্রথম একটি মেডিক্যাল কলেজ স্থাপন করা। সেটা তিনি করতে পেরেছিলেন। শ্যামবাজারের কাছেই থাকতেন। সাইকেলে ঘুরে বেড়েতেন। সাধারাণ মানুষের কাছে চাঁদা তুলে কলেজ গড়েছেন।

কিন্তু এমন প্রটেকটেড জায়গায় এরকম চরম নক্কারজনক ঘটনা? ডাঃ রাধা গোবিন্দ কর পরিবারের তরফে থেকে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে। দাবি একটাই, আরজি করের সুনাম যেন অক্ষুন্ন থাকে। দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে সরব তাঁরাও।