বিজেপির রথযাত্রায় ঠিক কী কী শর্ত চাপাল হাই কোর্ট?

কলকাতা: শর্তসাপেক্ষে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট৷ আজ, বৃহস্পতিবার রাজ্য ও বিজেপির সওয়াল-জবার শোনার পর কলকাতা হাই কোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী রথযাত্রার অনুমতি দিলেও বেশ কিছু শর্ত চাপিয়েদেন৷ জানানো হয়েছে, রাজ্যের নির্দেশ মেনে ১২ ঘণ্টার মধ্যেই গোটা কর্মসূচি শেষ করতে হবে বিজেপিকে৷ মামলার রায়দান পর্বে আদালত জানিয়েছে, সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা

বিজেপির রথযাত্রায় ঠিক কী কী শর্ত চাপাল হাই কোর্ট?

কলকাতা: শর্তসাপেক্ষে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট৷ আজ, বৃহস্পতিবার রাজ্য ও বিজেপির সওয়াল-জবার শোনার পর কলকাতা হাই কোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী রথযাত্রার অনুমতি দিলেও বেশ কিছু শর্ত চাপিয়েদেন৷ জানানো হয়েছে, রাজ্যের নির্দেশ মেনে ১২ ঘণ্টার মধ্যেই গোটা কর্মসূচি শেষ করতে হবে বিজেপিকে৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মামলার রায়দান পর্বে আদালত জানিয়েছে, সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। রাজ্যকেও পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করতে হবে৷ রথ এক জেলা থেকে অন্য জেলায় ঢোকার ১২ ঘণ্টা আগে পুলিশ ও প্রশাসনকে জানাতে হবে বিজেপিকে। এই যাত্রায় কোনওরকম ক্ষয়-ক্ষতি হলে সে দায় প্রশাসনের পাশাপাশি বিজেপিকেও নিতে হবে৷ এছাড়াও, মিছিলে কত লোক হবে, তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷ রায় ঘোষণার পর কৈলাস বিজয়বর্গীয় জানান, শৃঙ্খলা মেনেই রথযাত্রা হবে৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =