কলকাতা: শর্তসাপেক্ষে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট৷ আজ, বৃহস্পতিবার রাজ্য ও বিজেপির সওয়াল-জবার শোনার পর কলকাতা হাই কোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী রথযাত্রার অনুমতি দিলেও বেশ কিছু শর্ত চাপিয়েদেন৷ জানানো হয়েছে, রাজ্যের নির্দেশ মেনে ১২ ঘণ্টার মধ্যেই গোটা কর্মসূচি শেষ করতে হবে বিজেপিকে৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মামলার রায়দান পর্বে আদালত জানিয়েছে, সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। রাজ্যকেও পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করতে হবে৷ রথ এক জেলা থেকে অন্য জেলায় ঢোকার ১২ ঘণ্টা আগে পুলিশ ও প্রশাসনকে জানাতে হবে বিজেপিকে। এই যাত্রায় কোনওরকম ক্ষয়-ক্ষতি হলে সে দায় প্রশাসনের পাশাপাশি বিজেপিকেও নিতে হবে৷ এছাড়াও, মিছিলে কত লোক হবে, তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷ রায় ঘোষণার পর কৈলাস বিজয়বর্গীয় জানান, শৃঙ্খলা মেনেই রথযাত্রা হবে৷
Kailash Vijayvargiya,BJP on Calcutta HC gives permission for yatras in WB:We welcome this decision&we had trust on judiciary that we’ll get justice.This decision is a slap on the face of tyranny.We haven’t decided anything but I can assure that PM&party chief will join the yatra. pic.twitter.com/hTwbSt13EZ
— ANI (@ANI) December 20, 2018
Calcutta High Court gives permission for the three yatras of BJP in West Bengal, directs that the administration should ensure that there is no breach of law and order. pic.twitter.com/e7SGSk8uRH
— ANI (@ANI) December 20, 2018