উদ্বাস্তুদের জন্য কী করেছে তৃণমূল সরকার? মোদিকে বিঁধে জবাব মমতার

উদ্বাস্তুদের জন্য কী করেছে তৃণমূল সরকার? মোদিকে বিঁধে জবাব মমতার

বনগাঁ: নাগরিক আইনের প্রতিবাদে জ্বলছে বাংলা৷ নাগরিকপঞ্জির আতঙ্কও বেড়েছে বাংলায়৷ নাগরিক আইন ও নাগরিকপঞ্জির বিতর্কের আবহে উদ্বাস্তুদের জন্য রাজ্য সরকারের উন্নয়নের ডালি খুলে দরাজ ঘোষণা তৃণমূল সুপ্রিমোর৷ উদ্বাস্তুদের জন্য কী করেছে তৃণমূল সরকার? মোদিকে বিঁধে তার জবাবও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

বনগাঁয় নাগরিক আইন ও নাগরিকপঞ্জির প্রতিবাদে সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উদ্বাস্তুদের নিঃশর্ত জমির মালিকানা দেওয়ার ব্যবস্থা করেছে দিয়েছি৷ উদ্বাস্তুর এখন নিঃশর্তে জমির দলিল পেয়েছেন৷ জমির মালিকানার সঙ্গে তাঁরা নগিরত্বের নথি পেয়ে গিয়েছেন৷ আর এই এই উদ্বাস্তুদের নিয়ে মিথ্য প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি৷ মিথ্যা কথা বলে কুৎসা করে বাঙালি-বাঙালি, হিন্দু-মুসলিমদের মধ্যে বিবাদ ঘটানোর চেষ্টা করা হচ্ছে৷ সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে৷’’

মঙ্গলবার বনগাঁয় দাঁড়িয়ে মোদিকে বিঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘‘নির্বাচনের সময় হঠাৎ বড়মাকে দেখতে চলে এল৷ দেখে যেন মনে হচ্ছে, কত বড়মাকে ভালবাসেন৷ ওটা ভোটের ভালবাসা৷ বড়মার জন্য ভালবাসা নয়৷ আর যদি সত্যিই ভালবাসা থাকত, তাহলে ৩০ বছর কোথায় ছিল আপনারা? একদিনও কেন তিনি খোঁজ নিলেন না কেন?’’ মোদিকে বিঁধে তৃণমূল সুপ্রিমোর মন্তব্য, ‘‘আমরা বিপদে সবার পাশে থাকি৷ ভোটের সময় চৌকিদাবি করতে আসিনা৷ কেউ কেউ ভোটের জন্য মিথ্যা কথা বলে গন্ডগোল পাকায়৷  আমি সাফ বলছি, বাংলায় এনআরসি করতে দেব না, দিচ্ছি না৷ বিজেপির কত শক্তি আছে আমি দেখতে চাই৷ দেখি ওরা কী করে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *