বেতন বৃদ্ধি ইস্যুতে বাজেট প্রস্তাবে কী ইঙ্গিত দিল অর্থদপ্তর?

কলকাতা: ২০১৯-’২০ আর্থিক বছরের জন্য সব দপ্তর বাজেট বরাদ্দ করার জন্য প্রস্তাব জমা দিল অর্থদপ্তরে। তবে যেসব দপ্তর বর্তমান আর্থিক বছরের বরাদ্দ অর্থের সবটা খরচ করতে পারেনি, তাদের চাহিদামতো বাজেট বরাদ্দ করা হবে না বলে জানা গিয়েছে। কাজের নিরিখে অর্থ খরচের হিসেবের উপরে ভিত্তি করে বাজেট বরাদ্দ হতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পর্ষদের

বেতন বৃদ্ধি ইস্যুতে বাজেট প্রস্তাবে কী ইঙ্গিত দিল অর্থদপ্তর?

কলকাতা: ২০১৯-’২০ আর্থিক বছরের জন্য সব দপ্তর বাজেট বরাদ্দ করার জন্য প্রস্তাব জমা দিল অর্থদপ্তরে। তবে যেসব দপ্তর বর্তমান আর্থিক বছরের বরাদ্দ অর্থের সবটা খরচ করতে পারেনি, তাদের চাহিদামতো বাজেট বরাদ্দ করা হবে না বলে জানা গিয়েছে। কাজের নিরিখে অর্থ খরচের হিসেবের উপরে ভিত্তি করে বাজেট বরাদ্দ হতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

পর্ষদের সভাপতিকে চূড়ান্ত সতর্ক করলেন শিক্ষামন্ত্রী, কেন জানেন?



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মূলত পরিকাঠামো উন্নয়ন ও সামাজিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যে সব দপ্তর কাজ করে, তাদের বরাদ্দ বাড়ানোর উপর জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে। জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসের গোড়ায় রাজ্য বাজেট পেশ হতে পারে বলে খবর। তবে, সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা প্রদান ও প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা বিবেচনা করে বেতন বৃদ্ধির তেমন কোনও ইঙ্গিত এখনও পাওয়া যায়নি৷

চাকরি সংক্রান্ত সমস্ত খবর জানতে ক্লিক করুন এখানে

তবে, নিয়ম অনুযায়ী আগামী শীত অধিবেশনের জন্য অর্থদপ্তরের বাজাটে প্রস্তাব পরিবর্তন না হলে আগামী অর্থবর্ষ পর্যন্ত বেতন বৃদ্ধির স্বপ্ন অধরাই থেকে যাতে পারে বলে পর্যবেক্ষক মহলের ধারনা৷ তবে ভোটের কথা ভেবে, কিছু একটা ঘোষণা করতে পারে রাজ্য সরকার৷ আশা কর্মচারীদের একাংশের৷

শিক্ষা সংক্রান্ত সমস্ত খবর জানতে ক্লিক করুন এখানে

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”65″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_6520181204152941″);
document.getElementById(“div_6520181204152941”).appendChild(scpt);

বাজেট তৈরির নিয়ম অনুযায়ী, প্রথমে রাজ্যের মোট ৫২টি দপ্তরের কাছে পরবর্তী অর্থবর্ষের বাজেট বরাদ্দ করার জন্য প্রস্তাব চাওয়া হয়। তার জন্য ২৬ অক্টোবর অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি সব দপ্তরের প্রধান সচিবকে চিঠি দিয়ে ১৬ নভেম্বরের মধ্যে ২০১৮-’১৯ অর্থবর্ষের রিভাইজড বাজেট ও ২০১৯-’২০ অর্থবর্ষের জন্য বাজেট বরাদ্দের প্রস্তাব জমা দিতে বলেন। তার জন্য একটি ফরম্যাটও করে দেওয়া হয়। সেখানে কোন খাতে কত টাকা দেওয়া হয়েছে, কত খরচ হয়েছে, কত পড়ে আছে, তার হিসেব দিতে বলা হয়। সূত্রের খবর, আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি বাজেট তৈরির কাজ সম্পূর্ণ চূড়ান্ত হয়ে যেতে পারে৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 16 =