কলকাতা: শুক্রবারই দলে ফিরেছেন মুকুল। ঘরের ছেলেকে কাছে টেনে নিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো। এই অবস্থায় একে একে মুকুল ঘনিষ্ঠরা তৃণমূলে ফিরতে চেয়েছেন বলে খবর । সেই গুঞ্জনের মাঝেই তৃণমূল নেতাদের ‘কামব্যাক’ প্রসঙ্গ নিয়ে মদন মিত্রর প্রতিক্রিয়া- শ্রীকৃষ্ণ থেকে যীশুখ্রীষ্ট , বুদ্ধদেব, সব ধর্মের একটাই শেষ কথা ‘ক্ষমাই পরম ধর্ম ‘।
শনিবার বালিতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন কামারহাটির বিধায়ক। সেখানে সাংবাদিকদের মুখোমুখি একের পর এক প্রশ্নের উত্তর দেন মদন মিত্র। তবে একেবারেই তাঁর নিজস্ব ভঙ্গিমায়। মুকুল রায় কি বিশ্বাসভঙ্গ করেননি ? সাংবাদিকরা এই প্রশ্ন তুলতেই নিজেকে ছোটো মাঠের খেলোয়াড় উল্লেখ করে মদন মিত্র সবটাই দিদির সিদ্ধান্তের উপরে ছেড়ে দেন। ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া প্রধানমন্ত্রীত্বে আর কোনও মুখ নেই দাবি করে মদন মিত্র আরো বলেন তৃণমূল এখন হার্লে-ডেভিডসনের স্পিডে রয়েছে।
বিধায়ক হলেও মন্ত্রিত্ব না পাওয়ায় ক্ষোভ-অভিমান আছে কিনা জানতে চাওয়া হলে মদন মিত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকলে কিছু দরকার লাগে না। শনিবারের এই অনুষ্ঠানে বস্তিবাসী শিশুদের হাতে খাবার তুলে দেন তৃণমূলের এই বিধায়ক। তারই ফাঁকে এক কর্মীর হার্লে ডেভিডসন বাইকে চেপে নিজের ছোটবেলার স্বপ্নও পূরণ করেন।