টানা ছ’ঘণ্টা তল্লাশি! কী কী নিয়ে গেল CBI? জানালেন খোদ সুবোধের স্ত্রী রিঙ্কু

টানা ছ’ঘণ্টা তল্লাশি! কী কী নিয়ে গেল CBI? জানালেন খোদ সুবোধের স্ত্রী রিঙ্কু

কলকাতা: হালিশহরের পুরপ্রধান রাজু সাহানিকে  গ্রেফতারের পরের দিনই চিটফান্ড-কাণ্ডে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা দেয় সিবিআই৷ তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি নিয়ে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷  এমনটাই জানালেন খোদ সুবোধের স্ত্রী রিঙ্কু অধিকারী। 

আরও পড়ুন- গরু পাচারকাণ্ডে সিআইডির জালে এক, ধৃত এনামুল ‘ঘনিষ্ঠ’

চিটফান্ড কাণ্ডের তদন্তে নেমে রবিবার সুবোধের তিনটি ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দারা৷ রিঙ্কু জানিয়েছেন, পাইকপাড়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সুবোধের ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ নথি এবং এলআইসি-র কাগজপত্র নিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। সুবোধের পাসপোর্টের নম্বরও সংগ্রহ করেছেন তাঁরা৷ সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সুবোধের পাইকপাড়ার ফ্ল্যাটে ছিলেন কেন্দ্রীয় অফিসাররা। সূত্রের খবর,  চিটফান্ড কাণ্ডে ধৃত রাজু সাহানির সঙ্গে সুবোধ অধিকারীর ব্যবসায়িক যোগ খুঁজে পেয়েছেন তাঁরা। সেই সংক্রান্ত নথিও হাতে এসেছে অফিসারদের৷ উল্লেখ্য, শনিবারই গ্রেফতার হয়েছেন রাজু৷ 

হালিশহর স্টেশন রোডের উপর ‘মঙ্গলদীপ ভবন’ নামে একটি বাড়ি রয়েছে বীজপুরের বিধায়কের৷ সানমার্গ চিটফান্ড-কাণ্ডের তদন্তে নেমে রবিবার সকালেই সেখানে পৌঁছে যান তদন্তকারীরা। পাশাপাশি সিবিআই হানা দেয় সুবোধের ভাই তথা কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর বাড়িতেও। দক্ষিণদাঁড়ি এবং বিটি রোডের ফ্ল্যাটেও এদিন তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। কী কী তথ্য পেলেন গোয়েন্দারা? সুবোধের স্ত্রী রিঙ্কু জানান, সকাল থেকে তল্লাশি চালিয়েও তেমন কিছু পাননি অফিসাররা। এলআইসি-র প্রিমিয়াম নম্বর ও কিছু জমির কাগজ সঙ্গে করে নিয়ে গিয়েছেন।’’ ধৃত রাজু সাহানির সঙ্গে সুবোধের সম্পর্ক কতটা গভীর৷ এ প্রসঙ্গে রিঙ্কু বলেন, ‘‘ওঁরা দু’জনেই হালিশহরের ছেলে। এক জায়গার বাসিন্দা হওয়ার পাশাপাশি পার্টি সংক্রান্ত যোগাযোগও ছিল,  এর চেয়ে বেশি কিছু নয়।’