কলকাতা: বাচ্চারা বিষয়ভিত্তিক কী শিখবে তা যাতে অভিভাবকরা জানতে পারেন, তার জন্য পোস্টার, বুকলেট ইত্যাদির ব্যবস্থা করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দপ্তর। সেই মতো স্কুলে স্কুলে পড়ানোর বিষয়গুলি নিয়ে পোস্টার সাঁটার নির্দেশ দিলেন সমগ্র শিক্ষা অভিযানের স্টেট প্রজেক্ট ডিরেক্টর। সেই পোস্টার ইতিমধ্যে জেলায় জেলায় ডিপিও’দের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
পোস্টারগুলির কাজ কী হবে? দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, শিক্ষকরা কী পড়াবেন আর শিশুরা কী শিখবে, সেটাই বিস্তারিত আকারে সেখানে দেওয়া থাকবে। অর্থাৎ, ইংরেজিতে এক বছরে কী কী পড়াবেন শিক্ষকরা, তা দেওয়া থাকবে। এর ফলে অভিভাবকরা সেই তালিকা ধরে নজর রাখতে পারবেন। শিক্ষকরা যাতে কোনওভাবে ফাঁকি মারতে না পারেন, সেজন্যই এই পদক্ষেপ করা হয়েছে। বছরের শেষে পড়ুয়ার পরিবারের লোকজন তালিকা মিলিয়ে দেখে নিতে পারবেন, ক্লাসে কী কী পড়ানো হল আর কিছু বাদ পড়ল কি না।