কলকাতা: আর মাত্র দু দিনের অপেক্ষা। তারপরেই এই তীব্র তাপদাহ এবং অসহনীয় প্যাচপ্যাচে গরমের হাত থেকে রেহাই পাবেন রাজ্যবাসী। হাওয়া অফিস সূত্রে খবর গুটি গুটি পায়ে এবার রাজ্যের দিকেই এগোচ্ছে বর্ষা। আগামী দু’দিনের মধ্যেই উত্তর-পূর্বের বাকি রাজ্যগুলোর মত বঙ্গেও প্রবেশ হবে বর্ষার। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবারই দেশের তিন রাজ্য নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামে বর্ষা প্রবেশ করেছে।
আগামী দু’দিনের মধ্যেই উত্তর-পূর্বের বাদবাকি সমস্ত রাজ্যগুলোতেও পুরোদমে বর্ষা ঢুকে যাবে। ওইদিনই উত্তরবঙ্গের হাত ধরে রাজ্যে প্রবেশ করবে বর্ষা। জানা যাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং পার্শ্ববর্তী রাজ্য সিকিমে চলতি সপ্তাহের শেষের দিকেই শুরু হবে বর্ষামঙ্গল। তবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে আসতে এখনও বেশ কয়েকদিন দেরি। দিন কয়েক আগে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছিল জুনের দ্বিতীয় সপ্তাহের আগে দক্ষিণবঙ্গ তথা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশের সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। কলকাতায় বর্ষার আসতে আসতে ১১ জুন পার হয়ে যাওয়ার কথা। তবে বর্ষা না হলেও চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাসের কথা জানাচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আকাশের মুখ থাকবে ভার। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকস্মিক এই তাপপ্রবাহ এবং ব্যাপক আদ্রতাজনিত কারণে যে ভ্যাপসা গরমের সৃষ্টি হয়েছে তার থেকে সাময়িকভাবে মুক্তি পাবে দক্ষিণ বঙ্গবাসী। কিন্তু এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতকে ভুল করেও বর্ষা ভাবলে চলবে না। কারণ দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ করতে এখনো বেশ কয়েকদিন বাকি। জুন মাসের দ্বিতীয় সপ্তাহের আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রবেশ করার কোনো সম্ভাবনাই নেই।
এর সঙ্গে হাওয়া অফিস সূত্রে খবর বৃহস্পতিবার মৌসুমী বায়ু আরো কিছুটা অগ্রসর হয়েছে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ডের দিকে। এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে আগামী দু’দিনের উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করলেই বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে উত্তরবঙ্গের একাধিক জেলা তথা দার্জিলিং কোচবিহার এবং আলিপুরদুয়ারের। উত্তরবঙ্গের এই তিন রাজ্যে আগামী কয়েকদিনে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে খবর।
উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির ছাড়া আর কোন সম্ভাবনার কথা জানাচ্ছে না আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। তবে জানা যাচ্ছে আগামী দুদিন বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও আগামী দুদিন হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি এখন মোটেই কাটবে না। মেঘলা আকাশ, সঙ্গে গুমোট গরম আপাতত সহ্য করতে হবে কলকাতাবাসীকে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয়বাষ্পের পরিমাণও আপাতত কমবে না বলেই খবর হাওয়া অফিসের।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″ height=”315″ frameborder=”0″>