করোনার প্রকোপ কমতেই বাংলা জুড়ে বিয়ের ধুম! ৬ সপ্তাহে ৩৬ হাজার বিয়ে

করোনার প্রকোপ কমতেই বাংলা জুড়ে বিয়ের ধুম! ৬ সপ্তাহে ৩৬ হাজার বিয়ে

কলকাতা:  রাজ্যে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে৷ সরকারি বিধিনিষেধও অনেকটাই শিথিল৷ করোনার কিছুটা কমতেই পড়েছে বিয়ের ধুম! জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এখনও পর্যন্ত রাজ্যে ৩৬ হাজারের বেশি বিয়ের রেজিস্ট্রি করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। 

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা: বাংলাকে চারটি জোনে ভাগ করে তদন্ত, তৎপর CBI

এর মধ্যে শুধু চলতি মাসের প্রথম ১৫ দিনেই ১০ হাজার  ম্যারেজ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। করোনা নির্দেশিকা জারি থাকায় অনেকেই বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দিয়েছিল৷ কিন্তু হঠাৎই এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানান, অল বেঙ্গল ম্যারেজ অফিসার্স অর্গানাইজেশন এর সাধারণ সম্পাদক জয়ন্ত মিত্র। করোনার প্রকোপ একটু কম হওয়ায় এবং সরকারি বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ার সুযোগ হাত ছাড়া করতে চাননি অনেকেই৷ তড়ঘড়ি বিয়ের বন্দোবস্ত করে ফেলে পরবারের সদস্যরা৷ যার ফলে কয়েক সপ্তাহের মধ্যেই হাজার হাজার বিয়ের সাক্ষী থাকল শহর৷ 

আরও পড়ুন- ‘পৃথক রাজ্য গঠনের দাবি অন্যায্য নয়’, বঙ্গ ভঙ্গের পক্ষে সওয়াল দিলীপের

উল্লেখ্য, ১৭ অগাস্ট শ্রাবণ মাস শেষ হয়েছে৷ ভাদ্র মাসে হিন্দুদের বিয়ে হয় না৷ একইভাবে ১০ অগাস্ট থেকে শুরু হয়েছে মহরম৷ এই সময় বন্ধ থাকে মুসলিমদের বিয়ে৷ তার আগেই সারা হয়ে গিয়েছে প্রচুর বিয়ের অনুষ্ঠান৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *