অস্ত্র হাতে দাপাচ্ছে দুষ্কৃতীরা! জয়নগরে ভোটার তাড়াতে এলোপাথাড়ি গুলি

অস্ত্র হাতে দাপাচ্ছে দুষ্কৃতীরা! জয়নগরে ভোটার তাড়াতে এলোপাথাড়ি গুলি

জয়নগর: দুষ্কৃতীদের তাণ্ডবে পুরভোটে উত্তপ্ত জয়নগর৷ বুথের বাইরে চলল এলোপাথাড়ি গুলি, বোমাবাজি৷ বন্দুক উঁচিয়ে তাড়ানো হল ভোটারদের৷ 

আরও পড়ুন- বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগ! ধুন্ধুমার ডালখোলায়

সকাল থেকেই অশান্ত ছিল জয়নগর পুরসভা। ১৪টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশই দখল নেয় দুষ্কৃতীরা৷ অথচ পুলিশ-প্রশাসন নিশ্চুপ। জয়নগরে ডিসিআরসি সেন্টারের সামনেই দু’দফায় গুলি চলেছে বলে অভিযোগ৷ এলাকাবাসীরা জানান, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। যার জেরে এলাকায় রীতিমত অশান্তি তৈরি হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে অতিরিক্ত পুলিশ সুপারের দাবি, কোনও গুলি চলেনি৷ জয়নগরের বুকে এমন হিংসার ঘটনা আগে ঘটেনি৷ অন্তত পুরোভোটে কখনই এই পরিস্থিতি দেখা যায়নি। তাঁরা বলছেন, ১৫২ বছরে এমন ঘটনা ঘটেনি। আজ সেই ঘটনারই সাক্ষী হলেন তারা। অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুর দাবি, ‘‘এই রকম কোনও অভিযোগ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে৷ হিংসার কোনও ঘটনা ঘটেনি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − six =