বাংলার কান ঘেঁষে বেরিয়ে যাবে ‘আসানি’, তবে নিস্তার নেই বৃষ্টির হাত থেকে

বাংলার কান ঘেঁষে বেরিয়ে যাবে ‘আসানি’, তবে নিস্তার নেই বৃষ্টির হাত থেকে

কলকাতা: উদ্বেগ বাড়াচ্ছিল ঘূর্ণিঝড় ‘আসানি’৷ তবে কি ফের দুর্যোগের মুখে পড়বে বাংলা? অবশেষে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ জানাল, বাংলার কান ঘেঁষে বেরিয়ে যাবে ‘আসানি’৷ এর প্রভাবে বাংলায় বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই৷ উপকূলে জলোচ্ছ্বাস হবে না বলেই পূর্বাভাস৷ তবে ঘূর্ণিঝড়ের ধাক্কায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলায়। 

আরও পড়ুন- দিঘার সৈকতে হুমড়ি খেয়ে পড়লেন মদন মিত্র, ভাইরাল ভিডিও

মঙ্গলবার দুপুরে বিশাখাপত্তনম থেকে ৩০০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় ‘আসানি’। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকেই এগোবে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়। তবে এর ল্যান্ডফল হওয়ার কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার রাতেই সমুদ্রের উপরেই হালকা বাঁক নিয়ে ওড়িশা উপকূলের দিকে মুখ ঘোরাবে আসানি। তার পর উপকূল বরাবর অগ্রসর হবে। এই যাত্রাপথে আরও একটু শক্তি হারাবে। হাওয়া অফিস জানাচ্ছে, দুর্বল ‘আসানি’র প্রভাবে বাংলায় বড়সড় কোনও বিপদের সম্ভাবনা নেই। ঝড় বা সামুদ্রিক জলোচ্ছ্বাসের সম্ভাবনাও নেই। একেবারে বাংলার গা ঘেঁষে বেরিয়ে যাবে ঝড়৷ তবে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না রাজ্য। 

মঙ্গলবার সকাল থেকেই ঘূর্ণিঝড়ের ধাক্কায় কলকাতা-সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার-সহ পাঁচট জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের তিনটি জেলা- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে৷