শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, মঙ্গল থেকে কলকাতা সহ দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, মঙ্গল থেকে কলকাতা সহ দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: বাংলার আকাশে নিম্নচাপের ভ্রুকুটি৷ উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় শক্তিবাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ এর প্রভাবেই মঙ্গল থেকে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণায়৷ মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা৷ 

আরও পড়ুন- ED-র পর এ বার CBI! পার্থ-অর্পিতাকে হেফাজতে নিয়ে জেরা করতে শুরু প্রস্তুতি

সোমবার সকাল থেকেই দিঘায় শুরু হয়ে গিয়েছে ভারী বৃষ্টিপাত৷ পূর্ণিমার ভরা কটালের জেরে জলচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে৷ পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ গার্ডওয়ালের ধার থেকেও পর্যটকদের সরিয়ে দেওয়া হয়েছে৷ অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘিতে মাইকে প্রচার করে মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে৷ জলপথে প্রচার চালাচ্ছে কোস্টাল পুলিশ৷ সুন্দরবন কোস্টাল থানার তরফে গোসাবাতেও মাইকে প্রচার চালানো হচ্ছে৷ আগামী চারদিন দুর্যোগের সম্ভাবনা রয়েছে৷ 

বৃষ্টিপাতের পাশাপাশি নিম্নচাপের দরুন বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী ৯ এবং ১০ তারিখ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধ এবং বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷

দক্ষিণবঙ্গ যখন বৃষ্টির দাক্ষিণ্য পেতে চলেছে তখন উত্তরবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে৷ জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় ও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে।