মোদীর ধ্যানে কোনও গরিবের উপকার? ধুয়ে দিলেন অভিষেক

কলকাতা: “এবার প্রত্যাখানের ভোট হচ্ছে” ভোটদানের পর কেন একথা বললেন অভিষেক? শনিবার সকাল ১০টা নাগাদ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। তার পরই…

abhishek banerjee alternative alliance

কলকাতা: “এবার প্রত্যাখানের ভোট হচ্ছে” ভোটদানের পর কেন একথা বললেন অভিষেক?

শনিবার সকাল ১০টা নাগাদ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। তার পরই সাধারণ ভোটারদের নিজেদের অধিকার প্রয়োগের আহ্বান জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “গত ৫ বছরে বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিতৃষ্ণা জন্মেছে মানুষের। ভোটবাক্সে তার প্রতিফলন ঘটছে। এবার প্রত্যাখানের ভোট হচ্ছে। দিন আনা দিন খাওয়া মানুষজন ৪ তারিখ এদের উচিত শিক্ষা দেবে।” একইসঙ্গে কনফিডেন্স এর সঙ্গে অভিষেকের দাবি, “শেষ ৬ দফায় ২৩ পার করে গেছি। আজ ৯ আসনেও আমরা আশাবাদী।”

এদিন প্রধানমন্ত্রীর ধ্যান নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক। বলেন, “মানুষের করের টাকায় লোক দেখাতে ধ্যানে বসেছেন। আমিও ১০ মিনিট ধ্যান করে বেরিয়েছি, কিন্তু বাড়িতে। লোক দেখাতে নয়। লজ্জা নেই এদের।” শেষে তাঁর সংযোজন, “আপনার এই মিডিয়া নিয়ে ধ্যান করতে বসায় কোনও গরিবের উপকার হবে? হলে করুন। আপত্তি নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *