কবে খুলবে রাজ্য বিধানসভা? অনিশ্চিত বাদল অধিবেশন!

কবে খুলবে রাজ্য বিধানসভা? অনিশ্চিত বাদল অধিবেশন!

কলকাতা: করোনা আবহে এবার অনিশ্চিত বিধানসভার বাদল অধিবেশনের ভবিষ্যৎ৷ বিধানসভার বাদল অধিবেশন কবে বসবে? কীভাবে অধিবেশন চলবে, তার জবাব এখনও অধরা৷ অধিবেশন না বসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল থমকে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে৷

বিধানসভার বাদল অধিবেশন নিয়ে সংবাদমাধ্যমেঅধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা পরিস্থিতি এখন যা, তাতে কবে অধিবেশন শুরু করা যাবে, তা এখনই বলা যাচ্ছে না৷ তবে, অধিবেশন কবে শুরু হবে, তা নিয়ে যখন চিন্তিত বিধায়করা, ঠিক তখন উচ্চমাধ্যমিকের স্থগিত থাকা পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে৷ তবে, তাতেও উঠছে প্রশ্ন৷

অন্যদিকে, আজ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভিডিও-বৈঠক রয়েছে৷ সেই বৈঠকে কেন্দ্রের অবস্থান স্পষ্ট হতে পারে৷ তারপর রাজ্যের ব্যাপারে কি কিছু চূড়ান্ত নেবেন মুখ্যমন্ত্রী? সেদিকে তাকিয়ে গোটা বাংলা৷ একই সঙ্গে সংসদ-সহ অন্যান্য রাজ্যের বিধানসভাগুলি চালু করার বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? সেদিকেও নজর রাখছে বাংলা৷ তারপর রাজ্যের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 9 =