বিরোধী-শূন্য বিধানসভায় নির্বাচন কমিশনকে তুলোধনা মুখ্যমন্ত্রীর

বিরোধী-শূন্য বিধানসভায় নির্বাচন কমিশনকে তুলোধনা মুখ্যমন্ত্রীর

 

কলকাতা: বিরোধী-শূন্য সপ্তদশ বিধানসভার অধিবেশনের প্রথম ভাষণে কমিশনকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ অধিবেশনে অধ্যক্ষ নির্বাচনের পর প্রথম ভাষণ দেন পার্থ চট্টোপাধ্যায়৷ এরপর নব নির্বাচিত অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সপ্তদশ বিধানসভার প্রথম অধিবেশে ভাষণ দেন মুখ্যমন্ত্রী৷ সেখানে নির্বাচন কমিশন থেকে বিজেপিকে এক বন্ধতিতে ফেলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷

বিপুল ভোটে জয়ের জন্য বাংলার জনকে ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রী৷ প্রথম ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের সরকার মা, বোনেদের সম্মান দেবে৷’’ কমিশন ও বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নির্বাচনে হোস পাইপের মতো টাকা খরচ করেছে বিজেপি৷ ভোটে বিজেপি যত টাকা খরচ করেছে, সেই টাকায় কত টিকা দেওয়া যেত৷’’ কমিশনের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘নির্বাচন কমিশনের সহায়তায় রিগিং হয়েছে৷ বিজেপি যেভাবে বলেছে সেভাবে বদলি হয়েছে৷ কমিশন সহযোগিতা করলে বিজেপি ৩০টি আসনও পেত না৷’’ কেন্দ্রের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘বাংলায় তৃণমূলের বিপুল জয় মেনে নিতে পারছে পারছে না কেন্দ্র৷ নতুন সরকারের শপথগ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই কেন বাংলায় পাঠানো হল কেন্দ্রীয় দল?’’ ৩ জন অবসরপ্রাপ্ত আমলা কীভাবে ভোট পরিচালোনা করল? প্রশ্ন মুখ্যমন্ত্রীর!

বাংলার অক্সিজেনর ঘাটতি প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷ বাংলায় উৎপাদিত অক্সিজেন কেন অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে? এ নিয়েও অক্ষেপ প্রকাশ করেন তিনি৷  বিরোধী-শূন্য বিধানসভা ইস্যুতেও বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘আমাদের শপথে ওদের আমন্ত্রণ করা হয়েছিল৷ কিন্তু, ওরা বয়কট করেছে৷ আসলে মানুষ ওদের বয়কট করেছে, তাও ওদের লজ্জা নেই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =