কলকাতা: ওড়িশা এবং অন্ধ্র উপকূলে নিম্নচাপের কারণে চলতি সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি দেখেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হালকা থেকে মাঝারি কিংবা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া এই মুহূর্তে যদিও দক্ষিণ বঙ্গবাসীর কপালে আর কিছুই জোটেনি তবুও প্রতিদিনের বর্ষণে কিছুটা তারতম্য ঘটেছে তাপমাত্রায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, চলতি সপ্তাহের মতো আগামী সপ্তাহ অর্থাৎ সোমবার থেকেই কলকাতাসহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহতেও প্রায় রোজ দিনই বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। তবে এর সঙ্গেই জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ ১৮ জুলাই থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে আগামী সপ্তাহের প্রায় প্রত্যেক দিনই ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ অধিকাংশ জেলার আকাশই থাকবে মেঘাচ্ছন্ন। একাধিক জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই তালিকায় রয়েছে শহর কলকাতার নামও। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,কলকাতা,হাওড়ায় দিনভর বৃষ্টিপাত হতে পারে। যদিও কোনও জেলাতেই ভারী বা অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। প্রসঙ্গত, এই বছর অন্যান্য বছরের তুলনায় অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সরাসরি সূর্যের আলো পড়ায় তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রি বেড়ে গিয়েছে। গত চার থেকে পাঁচ বছরে এই ঘটনা দেখা যায়নি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তাঁদের কথায়, তাপমাত্রা বাড়ার কারণে স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে। কিন্তু, এই পরিস্থিতি বেশিদিন থাকবে না। কারণ ১৮ তারিখ থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে রবিবার, ছুটির দিনেও বৃষ্টি পেতে পারে শহর কলকাতার বাসিন্দারা। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি এবং এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৫.৭ মিলিমিটার। রবিবারও শহরে বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।