চালু হচ্ছে ‘তিলোত্তমা ক্লিনিক’, হোয়াটসঅ্যাপ নম্বর চালু করলেন জুনিয়র ডাক্তাররা

কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও নির্মম খুনের ঘটনায় অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের প্রশ্ন, চিকিৎসকদের নিরাপত্তা কোথায়? বিচার চেয়ে একাধিক সরকারি মেডিক্যাল কলেজ…

RG Kar Medical College

কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও নির্মম খুনের ঘটনায় অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের প্রশ্ন, চিকিৎসকদের নিরাপত্তা কোথায়? বিচার চেয়ে একাধিক সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আন্দোলন চলছে। সুপ্রিম কোর্টের আবেদন উড়িয়েই অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা। তবে এই অবস্থায় নয়া এক পরিষেবা চালু করার কথা ঘোষণা করেন তাঁরা। সই সঙ্গেই জানালেন আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে কী কী করতে চলেছেন তাঁরা৷

পড়ুয়া চিকিৎসকরা জানাচ্ছে, তাঁরা চিকিৎসা পরিষেবা চালু করলেও আপাতত তা হাসপাতালে চালু হচ্ছে না। বরং তাঁরা আনতে চলেছেন টেলি মেডিসিন পরিষেবা। নির্যাতিতাকে স্মরণে তাঁকে উৎসর্গ করে এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘তিলোত্তমা ক্লিনিক।’ হোয়াটসঅ্যাপের মাধ্যমে জুনিয়র ডাক্তাররা পরিষেবা দেবেন। এর জন্য চারটি নম্বরও প্রকাশ করা হয়েছে৷ নম্বরগুলি হল- ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭ ও ৬২৯০৩২৬০৭৯। আজ, অর্থাৎ শনিবার থেকেই শুরু হচ্ছে এই পরিষেবা৷ রবিবার  মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য শিবিরও খোলা হবে। সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত এই ক্যাম্প চলবে৷ তবে এখনই হাসপাতালে ফিরবেন না তাঁরা৷