কলকাতা: চলতি বছর জানুয়ারি মাস থেকে দেশজুড়ে টিকাকরণ শুরু হওয়ার পর একাধিক রাজ্য থেকে অভিযোগ এসেছিল যে অপর্যাপ্ত টিকা রয়েছে। বিরোধীরা কেন্দ্রীয় সরকারকে বারবার আক্রমণ করেছিল। অন্যদিকে কেন্দ্রীয় তরফ থেকে দাবি করা হচ্ছিল যে একাধিক রাজ্য টিকা নষ্ট করছে। যদিও প্রথম থেকেই করোনাভাইরাস টিকাকরণে ভালো কাজ করেছে পশ্চিমবঙ্গ এমনটা জানিয়েছিল কেন্দ্র। এবার টিকাকরণে সেরার স্বীকৃতি পেল বাংলা। জাতীয় স্বাস্থ্য মিশন বা এনএইচএম জানিয়ে দিল, দেশের মধ্যে পশ্চিমবঙ্গ টিকাকরণে এক নম্বর স্থানে রয়েছে।
জানুয়ারি মাসে দেশজুড়ে টিকাকরণ শুরু হবার পর রাজ্য ভিত্তিক সমীক্ষা চালিয়ে ছিল জাতীয় স্বাস্থ্য মিশন। এত মাস ধরে সমীক্ষা চালানোর পর এখন তারা জানিয়েছে যে দেশের মধ্যে টিকাকরণের সবথেকে ভালো ফল করছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ টিকাকরণের এখন দেশের এক নম্বর স্থানে রয়েছে বাংলা। তবে শুধু টিকাকরণ নয়, পার্শ্ব প্রতিক্রিয়া সংক্রান্ত নজরদারির ক্ষেত্রেও সবার থেকে এগিয়ে আমাদের রাজ্য। এমনটাই জানানো হয়েছে তাদের রিপোর্টে। জাতীয় স্বাস্থ্য মিশনের তথ্য বলছে, পশ্চিমবঙ্গের করোনাভাইরাস টিকা দেওয়ার হার ৮৯ শতাংশ! বাংলার পরে রয়েছে চণ্ডীগড় এবং তামিলনাড়ু। টিকাকরণের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা যেমন প্রথম স্থান অধিকার করেছে, ঠিক তেমনই এই রিপোর্ট অনুযায়ী সব থেকে খারাপ অবস্থা নরেন্দ্র মোদীর গুজরাটের। টিকাকরণ ক্ষেত্রে সবথেকে কম নম্বর পেয়েছে এই রাজ্য। রিপোর্টে দাবি করা হয়েছে যে, গুজরাট সহ রাজস্থান এবং মধ্যপ্রদেশে টিকাকরণের ধারাবাহিকতার অভাব রয়েছে।
আরও পড়ুন- রাতভর ভারী বৃষ্টিতে জল যন্ত্রণায় মহানগর, জলে ভাসছে দক্ষিণবঙ্গ
করোনাভাইরাস টিকাকরণ নিয়ে বিজেপি একাধিকবার পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করেছে। রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব সকলেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রশাসনের বিরুদ্ধে টিকাকরণ ইস্যুতে তোপ দেগেছে এই বলে যে, রাজ্য ভ্যাকসিন নষ্ট করছে, ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে। তবে জাতীয় স্বাস্থ্য মিশনের এই রিপোর্ট কার্যত সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিল। আখেরে যে পশ্চিমবঙ্গ টিকাকরণে প্রচন্ড ভালো কাজ করছে তা দেখিয়ে দিল তাদের রিপোর্ট।