দেশের করোনা হটস্পট হয়ে উঠছে পশ্চিমবঙ্গ? বাড়ছে আশঙ্কা

দেশের করোনা হটস্পট হয়ে উঠছে পশ্চিমবঙ্গ? বাড়ছে আশঙ্কা

কলকাতা: পশ্চিমবঙ্গ ক্রমেই করোনায় দেশের হটস্পট হয়ে উঠছে! মূলত তিনটি বিষয়কে কেন্দ্র করে হটস্পট ঘোষণা করা হয়ে থাকে৷ পশ্চিমবঙ্গে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে দেশের হটস্পট হিসেবে বাংলা হওয়া শুধু সময়ের অপেক্ষা বলে আশঙ্কা বিশেষজ্ঞদের৷  তবে সেদিক থেকে সব থেকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ৷ 

কীভাবে করোনার হটস্পট হিসাবে বিবেচিত হয়? জানা গিয়েছে, কতজন করোনায় আক্রান্ত হচ্ছেন, করোনা আক্রান্তের হার কত বেশি এবং টেস্ট প্রতি মিলিয়নে কত জন আক্রান্ত৷ সারা বিশ্বে এই তিনটিকে মাপকাঠি করে হটস্পট করা হয়৷ বাংলায় করোনা পরীক্ষার সঙ্গে পজিটিভের হার বর্তমানে ১১.৯ শতাংশ৷  অন্যদিকে, করোনা পরীক্ষা কম হচ্ছে বলে প্রথম থেকে সমালোচনার মুখে পড়েছিল পশ্চিমবঙ্গ৷ তবে বর্তমানে করোনা পরীক্ষার হার অনেকটাই বাড়ানো হয়েছে৷ পশ্চিমবঘ্গে গড়ে ৮,১৪৩টি নমুনার করোনা পরীক্ষা করা হয়৷ লক্ষ্যমাত্র ২৫ হাজার৷ অন্যদিকে বাংলায় এখন  দ্রুত করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ সব দিক থেকে পরিসংখ্যান বলছে, বাংলা দ্রুত হটস্পটের দিকে এগোচ্ছে৷ 

ভারতে করোনা আবহে প্রথম চার মাসে এই তিনটি মাপকাঠিতে এগিয়ে ছিল মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লি। করোনা আক্রান্তের হিসেবে এই তিনটি রাজ্য এখনও সব থেকে এগিয়ে। অর্থাৎ করোনা পজিটিভির হার বেশি, কম টেস্ট হওয়া এবং দ্রুত সংখ্যা দ্বিগুন হওয়া।  বর্তমানে করোনার পরীক্ষা মহারাষ্ট্রে বেশি বলেও বাকি দুটি মাপকাঠিতে অনেকটাই পিথনে মহারাষ্ট্র  ও তামিলনাড়ু। তবে দিল্লি করোনা সংক্রমণ রোধ করতে ভালো কাজ করছে বলে জানা গিয়েছে।

এই মাপকাঠিতে অন্ধ্রপ্রদেশে সাত দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে। কেরালায় ১১ দিনে ও কর্ণাটকে ১১.৫ দিনে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে। তবে বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে। সব থেকে ভালো কাজ করেছে দিল্লি। দিল্লিতে আগে ১৩ দিনে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে। তা বেড়ে এখন হয়েছে ৭৬ দিন।  তবে করোনায় হটস্পটের  তালিকায় মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পর দ্রুত এগোচ্ছে কেরল , কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। এই তিনটি রাজ্যে করোনা পরিস্থিতির হঠাৎ করে অবনতি হতে শুরু করেছে।  তবে বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি এত দ্রুত খারাপ হচ্ছে, কখন কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। ভ্যাকসিন প্রয়োগের আগে দেশে করোনা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 2 =