বাংলায় করোনা আক্রান্ত ৯৯১! চাপের মুখে স্বীকার নবান্নের? চিঠি ঘিরে চর্চা!

বাংলায় করোনা আক্রান্ত ৯৯১! চাপের মুখে স্বীকার নবান্নের? চিঠি ঘিরে চর্চা!

9ea4d7f5676b895ee0612ecdad3b89be

কলকাতা: ফের কেন্দ্র ও রাজ্য সংঘাত৷ কেন্দ্রের তরফে যখন রাজ্যের ১০টি জেলাকে রেড জোনেরর অন্তর্ভুক্ত করতে চাইছে, ঠিক সেই সময় রাজ্যের তরফে জানানো হয়েছে, কেন্দ্রের তালিকা ভুল৷ রাজ্যে চারটি জেলা যেমন উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা ও পূর্ব মেদিনীপুর রেড জোনে আছে৷ এই বিষয়ে কেন্দ্রের স্বাস্থ্য সচিবের কাছে রাজ্য সচিব একটি চিঠি পাঠিয়েছেন বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর৷ সেই চিঠিতেই সম্পূর্ণ পরিসংখ্যান উঠে এসেছে৷ স্বাস্থ্য সচিব বিবেক কুমারের চিঠি উল্লেখ করে সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবদেনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের রেড ও অরেঞ্জ জোনে ৯৯১ জন করোনায় আক্রান্ত৷ তার মধ্যে কলকাতায় আক্রান্ত ৪৮৯ জন৷

হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজ্য স্বাস্থ্য সচিব বিবেক কুমার কেন্দ্রের স্বাস্থ্য সচিব প্রীতি সুদনকে চিঠিতে বিস্তারিতভাবে রাজ্যের প্রতিটি জেলার পরিংসংখ্যান তুলে ধরেছে৷ সেখানে জানানো হয়েছে, কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৮৯, হাওড়ায় ১৭৬, উত্তর ২৪ পরগনায় ১২২ ও পূর্ব মেদিনীপুরে ৩৪ জন৷  এছাড়াও অরেঞ্জ জোন জেলাগুলির মধ্যে হুগলিতে ৩১, দক্ষিণ ২৪ পরগনায় ২৫, পশ্চিম মেদিনীপুরে ১২, পশ্চিম বর্ধমানে ১০, নদিয়ায় ৮, কালিম্পংয়ে ৭, দার্জিলিংয়ে ৬, মুর্শিদাবাদ, মালদহ ও পূর্ব বর্ধমানে ২ জন করে করোনা রোগীর সন্ধান মিলেছে বলে জানানো হয়েছে। গ্রিন জোন হিসেবে রাজ্য বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে কোনও করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি৷ তবে বাংলার গ্রিন জোনে থাবা বসিয়েছে করোনা৷ বীরভূমে তিন জনের শরীরে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে৷ তিন জনেই চিকিৎসার জন্য মুম্বইয়ে গিয়েছিলেন৷ আক্রান্তদের একজন ক্যানসার রোগী বলে জানা গিয়েছে৷

c4bc25675de49d332b16107ae8af4bb8
সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে প্রকাশিত

বীরভূমের ময়ূরেশ্বরে তিনজন শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে বলে খবর৷ তিন জনের মধ্যে দুই জন মহিলা ও একজন পুরুষ বলে জানা গিয়েছে৷ তাঁদের শরীরে করোনা উপসর্গ থাকায় লালারস সংগ্রহ করা হয় ২৭ এপ্রিল৷  তাঁদের করোনার রিপোর্ট পজিটিভ আসে৷ এরপরেই তাঁদের আইসোলেশনে পাঠানো হয়৷ তাঁরা কাদের সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে৷ সংস্পর্শে আসা সমস্ত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *