করোনা-জয়ে নয়া রেকর্ড বাংলায়, তবুও বেলাগাম সংক্রমণ

করোনা-জয়ে নয়া রেকর্ড বাংলায়, তবুও বেলাগাম সংক্রমণ

কলকাতা: করোনা নিয়ে যখন তুঙ্গে বাংলার রাজনীতি, ঠিক তখনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ৷ উদ্বেগ বাড়িয়ে ফের সংক্রমণের রেকর্ড গড়ল বাংলা৷ সাড়ে ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে বাংলায় করোনা সংক্রমণ৷

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে, রাজ্যে আরও ৪৫৪ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৯৮ জন৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ১২ জনের মৃত্যু হয়েছে৷ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৬৩ জন৷

কলকাতায় করোনা সংক্রমণ দিনে দিনে লাফিয়ে বাড়ছে৷ শুধুমাত্র কলকাতায় ১৫৮ জন নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৫১৪ জন৷ মৃত্যু হয়েছে ২৮৭ জনের৷ সংক্রমণের নিরিখে কলকাতার পর রয়েছে হাওড়া ও উত্তর ২৪ পরগনা৷ গত ২৪ ঘণ্টায় হাওড়া জেলায় ৬২ জন আক্রান্ত হয়েছেন৷ উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন৷

তবে করোনা সংক্রমণের ক্রমবর্ধমান চেহারায় মধ্যে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার৷ বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩৩৬ জন৷ এখনও পর্যন্ত মোট ৪ হাজার ৫৪২ জন সুস্থ হয়ে উঠেছেন৷ রাজ্যে সুস্থতার সাড়ে ৪২ শতাংশের কাছাকাছি৷ এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৫ হাজার ৬৩৯ জন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 6 =