কলকাতা: বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ট্রেনে করে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরিযায়ী শ্রমিক ও আটকে পড়া মানুষদের নিয়ে ১০টি ট্রেন রাজ্যে ঢুকবে। তিনি জানিয়েছেন, আগামীকাল মালদায় তেলেঙ্গানা থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি ট্রেন ঢুকবে। এছাড়াও কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, পঞ্জাব ও রাজস্থান থেকে পরিযায়ী শ্রমিকদের ট্রেন বাংলায় খুব শীঘ্রই ঢুকবে। শুধু তাই নয়, বেনারস, বৃন্দাবন প্রভৃতি জায়গায় আটকে পড়া তীর্থযাত্রীদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা একটি ট্রেনকে পশ্চিমবঙ্গ সরকার ঢুকতে দিচ্ছে না। এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চিঠি লেখেন। তারই উপযুক্ত উত্তর হিসেবে এই বিবৃতি বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ তবে চিঠির বিষয়ে কেন্দ্র বা রাজ্যের তরফে সরাসরি কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি৷ ওই চিঠির তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ডেরেক ও ব্রায়েনের মতো তৃণমূলের নেতারা৷
আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে আসার পর সবার আগে তাঁদের স্ক্রিনিং করা হবে৷ প্রয়োজনে হোম কোয়ারান্টিনে রাখার পর তাঁদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে৷ তিনি জানান, অনেকেই আবার প্রতিবেশী রাজ্যগুলি থেকে পায়ে হেঁটে ঘরে ফিরছেন৷ ভিন রাজ্যে আটকে পড়া বঙ্গবাসী পরিযায়ী শ্রমিকদের পরিকল্পিতভাবে ফিরিয়ে আনার জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে৷ তবে যাঁরা হেঁটে আমাদের রাজ্যের সীমান্ত পর্যন্ত পৌঁচচ্ছে, তাঁদের প্রটোকল মেনে পরীক্ষা নিরীক্ষার পর সরকারি বা বেসরকারি বাসে করে নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে৷
West Bengal Govt has given green signal to 10 trains carrying migrant workers to enter the state. A train will reach Malda from Telangana tomorrow. 6000 inbound passes for small cars have been approved: State Home Secretary Alapan Bandopadhyay pic.twitter.com/UQ8DpfwFoY
— ANI (@ANI) May 9, 2020
বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, অসম, সিকিম সীমান্ত থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রাজ্য পরিবহণ নিগমগুলির এক হাজারেরও বেশি বাস নিযুক্ত করা হয়েছে৷ গত দুই-তিনদিনে ভিন রাজ্য থেকে বা এক জেলা থেকে অন্য জেলায় হাজার হাজার মানুষকে তাঁদের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে৷ আবার আমাদের রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক বিশেষ করে ঝাড়খণ্ড বা বিহার থেকে আসা শ্রমিকদের খোঁজ পেলেই তাঁদের বাসে করে সীমান্তের নির্দিষ্ট ডেজিগনেটেড পয়েন্টে পৌঁছে দেওয়া হচ্ছে৷ যাতে তাঁরাও নিজেদের রাজ্যে সুষ্ঠুভাবে পৌঁছতে পারে৷
এদিকে, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে, ১,৭৮৬। রাজ্যে করোনায় মৃত বেড়ে ৯৯। গত ২৪ ঘণ্টায় আরও ১০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১১ জনের৷ এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে ৩৭২ জন বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷