হাতির পিঠে জ্বলন্ত রড! ঝাড়গ্রামে হাতি মৃত্যুর ঘটনার পর গুচ্ছ পদক্ষেপ বন দফতরের

ঝাড়গ্রাম: ২০২০ সালে কেরলের স্মৃতি উস্কে দিল পশ্চিমবাংলার ঝাড়গ্রাম৷ দক্ষিণী এই রাজ্যে বাজি ভর্তি আনারস খাইয়ে হত্যা করা হয়েছিল এক গর্ভবতী হাতিকে। এই ঘটনায় সারা…

hati5

ঝাড়গ্রাম: ২০২০ সালে কেরলের স্মৃতি উস্কে দিল পশ্চিমবাংলার ঝাড়গ্রাম৷ দক্ষিণী এই রাজ্যে বাজি ভর্তি আনারস খাইয়ে হত্যা করা হয়েছিল এক গর্ভবতী হাতিকে। এই ঘটনায় সারা দেশে ছিঃ ছিঃ রব উঠেছিল৷ এবার ঘটনাস্থল ঝাড়গ্রাম৷ এক গর্ভবতী হাতির পিঠে জ্বলন্ত রড ঢুকিয়ে তারে হত্যা করা হল। এই ঘটনায় বনমন্ত্রী বীরবাহা হাঁসদার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ৷ তাঁদের অভিযোগ, হাতি লোকালয়ে ঢুকে পড়লে তাদের জঙ্গলে ফেরানোর দায়িত্ব যেই হুলা পার্টির উপর, সেখানেই দুর্নীতি হয়েছে৷ অর্থের বিনিময়ে যোগ্য লোকেদের বাদ দিয়ে অযোগ্য লোকেদের হুলা পার্টিতে নিয়োগ করা হয়েছে৷ হুলা পার্টির এক সদস্যই একটি হাতির পিঠে জ্বলন্ত রড ঢুকিয়ে দেন বলে অভিযোগ৷

 

ঝাড়গ্রামে হাতি মৃত্যুর পরই নড়েচড়ে বসে বন দফতর ৷ উচ্চপর্যায়ের বৈঠকের পর হাতি বাঁচতে একগুচ্ছ পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বলা হয়েছে- ‘হুলা পার্টি’র কাজে নিযুক্ত কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে৷ এতদিন হুলা পার্টির সদস্যদের বছরে একবার প্রশিক্ষণ দেওয়া হত। এবার থেকে বছরে দু’বার প্রশিক্ষণ দেওয়া হবে ৷ যাতে তাঁরা আরও পারদর্শী হয়ে উঠতে পারেন। তাঁদের আলাদা পোশাক দেওয়া হবে, যাতে সাধারণ মানুষের থেকে তাঁদের আলাদা করে চিহ্নিত করা যায়৷ হুলা পার্টির কর্মীদের জীবন বীমার বিষয়েও ভাবনাচিন্তা করেছে বনদফতর ৷